অভিনয়ে সেরা দীপিকা
টাইমস সেলেবেক্স ২০১৪-এর র্যাংকিংয়ে সেরা অভিনেত্রী হয়েছেন বলিউডের দীপিকা পাড়ুকোন। প্রতি মাসে টাইমস অব ইন্ডিয়ায় বলিউডের অভিনেত্রীদের নিয়ে এই তালিকা করা হয়। তারকাদের সাফল্য, সামাজিক যোগাযোগের মাধ্যমে জনপ্রিয়তা, কতগুলো ব্র্যান্ডের সঙ্গে তাঁরা কাজ করছেন এবং খবরের শিরোনামে স্থায়িত্ব- এসব দিক বিবেচনা করে এই তালিকা প্রকাশ করা হয়ে থাকে। মূলত ৬০টিরও বেশি পত্রিকা এবং ২৫০টিরও বেশি টিভি চ্যানেলের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এই তালিকা প্রস্তুত করা হয়।
সম্প্রতি টাইমস সেলেবেক্সে বলিউডের সেরা ৫০ জন অভিনেত্রীর তালিকায় ৪৭৬.৩ পয়েন্ট পেয়ে সেরা অভিনেত্রী হয়েছেন দীপিকা পাড়ুকোন। দ্বিতীয় স্থানে রয়েছেন ৩৮৯.২ পয়েন্ট নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া। এবং তৃতীয় স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ।
বলিউডের বেবো কারিনা কাপুর খান ৩৭৮.২ পয়েন্ট নিয়ে রয়েছেন তালিকার চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছেন ২৯২.৫ পয়েন্ট নিয়ে আলিয়া ভাট। এরপর ২৬২.৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন সোনাক্ষী সিনহা, ২৫৮.৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন সোনম কাপুর, মাধুরী দীক্ষিত রয়েছেন ২৫৬.১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে, ২৪৩.৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন আনুশকা শর্মা এবং দশম স্থানে রয়েছেন ২৩৭.৮ পয়েন্ট নিয়ে পরিণীতি চোপড়া।
এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ব্র্যান্ডের হয়ে কাজ করার ক্ষেত্রে সেরা কাটরিনা কাইফ, বক্স অফিসের সাফল্যে সেরা আনুশকা শর্মা, অনলাইন তারকা অনুসন্ধানে সেরা হয়েছেন সানি লিওন এবং এ বছরের বলিউডের নতুন সেরা মুখ হয়েছেন ‘হিরোপান্তি’র ক্রিতি সানান।