একলা মেঘের রং
এ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিজাহ্ আফরিন মেঘ। এরই মধ্যে অনেক বিজ্ঞাপনে কাজ করেছেন। কুড়িয়েছেন প্রশংসা। ২০১২ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন মেঘ। প্রতিযোগিতায় সেরা ২০ হওয়ার পর প্রতিযোগিতা থেকে বেরিয়ে যান তিনি। এর কারণ তাঁর মা হঠাৎ অসুস্থ হয়ে যান। মা সুস্থ হওয়ার পর আবার মিডিয়ার কাজে মনোযোগী হন মেঘ। তবে এটা একান্তই শখ ও নেশার বশে।
মেঘ বলেন, ‘আমার কখনোই মিডিয়ায় কাজ করার ইচ্ছে ছিল না। একটা সময় নিজেকে খুব একা মনে হলো। তখন মনে হলো মডেলিং করলে ভালো সময় কাটবে। সেই থেকে শুরু। আমার কাজে সব থেকে বেশি অনুপ্রাণিত করেছেন পরিচালক সাবিনা আনমন আপু। নিজের প্রথম বিলবোর্ড দেখে আমি অনেক বিস্মিত হয়েছিলাম। আমি নিজেকেই চিনতে পারিনি। মনে হয়েছিল এই মেঘ আমি না।’
‘স্বপ্নে বসবাস’, ‘ভালোবাসা ভালোবাসি’সহ বেশ কিছু টেলিফিল্মে অভিনয়ও করেছেন মডেল মেঘ। আসছে ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকের কাজ শুরু করেছেন তিনি।
অভিনয় প্রসঙ্গে মেঘ বলেন, ‘আমি খুব কম কাজ করব। কিন্তু সবকিছু গুছিয়ে করতে চাই। অভিনয় করতেই অনেক ভালো লাগে। পরিচালক সাখাওয়াত সাগর ভাই আমাকে অভিনয় করতে অনেক সাহায্য করেছেন। আমি আসলে অভিনেত্রী হতে চাই। তবে এখন এটাকে পেশা হিসেবে নিতে চাই না। আগে পড়াশোনা শেষ করতে চাই।’
ছোটবেলায় গান শিখেছেন মেঘ। তাঁর বাবার ইচ্ছে ছিল মেয়ে বড় হয়ে সংগীতশিল্পী হবে। মেঘেরও গান গাইতে অনেক ভালো লাগত। টিভিতে ছোটদের অনুষ্ঠানে গানও গেয়েছেন তিনি। কিন্তু ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর গান শেখা ছেড়ে দেন তিনি।
কেন গান ছেড়েছেন জিজ্ঞাসা করতেই মেঘ বলেন, ‘আমাকে হঠাৎ পাড়ার একটি ছেলে ডিস্টার্ব করতে শুরু করে। আমি ভয়ে বাসা থেকে বের হতাম না। আব্বু-আম্মুকে এই ঘটনা আজও জানাইনি।’
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন মেঘ। পড়াশোনা শেষ করে অভিনয় ও মডেলিং করার পাশাপাশি ব্যবসা করার ইচ্ছে আছে তাঁর। ছোট বোন প্রিয়ার সঙ্গে তাঁর দারুণ মিল। এখনো দুজন মিলে টিভিতে কার্টুন দেখেন।
মেঘ বলেন, ‘আমার বোনকে আমি অনেক পছন্দ করি। আমার মন অনেক সতেজ। কোনো জটিলতা আমি বুঝি না। অবসরে কখনো গান গাই আবার কখনো গান শুনি।’
আলাপ জমতে শুরু করেছিল। কিন্তু হঠাৎ আলাপ থামিয়ে মেঘ গাইতে শুরু করলেন প্রিয় শিল্পী অর্ণবের গাওয়া গান..
‘হারিয়ে গিয়েছি, এই তো জরুরি খবর
অবাক দুই চোখে, ছায়া কাঁপে ভয় অভিমানে
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে, পা টিপে এগুতে গেলে....’