অক্ষয়ের ভাগ্যলক্ষ্মী কারিনা!
অক্ষয় কুমার যখন বলিউডে পা রেখেছেন, কারিনা সে সময়ে নেহাত শিশু। এককালে অক্ষয় কারিনার বড় বোনের সঙ্গেও বেশ ছবি করেছেন। একসময় কারিনাও বলিউডে এসেছেন এবং কাজ করেছেন অক্ষয়ের সঙ্গে। অক্ষয়-কারিনা যুগলের রসায়ন দর্শকেরও পছন্দ, বক্স অফিসেও বেশ সফল। তাই বহুল প্রত্যাশিত ছবি ‘গাব্বার ইজ ব্যাক’-এ কারিনাকে ভাগ্যলক্ষ্মী হিসেবেই মানছেন এ কালের ‘গাব্বার’! ফিল্মফেয়ারের খবরে জানা গেল, এ ছবিতে কারিনার ভূমিকাকে দারুণ প্রশংসা করেছেন অক্ষয়।
নামেই বোঝা যায়, ‘গাব্বার ইজ ব্যাক’ নায়কনির্ভর ছবি। নায়িকা বা অন্য যেকোনো অভিনেতা-অভিনেত্রীর ভূমিকা এখানে সামান্য। এমনই এক ছবিতে কারিনা কাপুর খান আর অক্ষয় কুমারকে দেখা যাবে খুবই রোমান্টিক একটি গানে। ‘তেরি মারি কাহানি’ শিরোনামের এই গান এরই মধ্যে হাততালি পেয়েছে দর্শকের। ‘বেবো’র ভূমিকায় তাই ভীষণ খুশি অক্ষয়।
কেবল একটি গান হলেও ছবিতে ‘তেরি মেরি কাহানি’র গুরুত্ব ভীষণ! দুর্নীতির বিরুদ্ধে এক সাধারণ মানুষের মহাশক্তিধর আর প্রতিবাদী হয়ে ওঠার গল্প ‘গাব্বার ইজ ব্যাক’। এই সাধারণ মানুষ, তথা গাব্বারের নিজ জীবনের ভালোবাসাময় যাত্রা আর সেখান থেকে তার ‘গাব্বার’ হয়ে ওঠার পুরো গল্পটাই একঝলকে দেখা যাবে এই গানের মাধ্যমে।
কারিনা এখন কাজ করেন অনেক বেছে বেছে। কোনো ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় তিনি আসেন কেবল বন্ধুদের অনুরোধে। ‘গাব্বার ইজ ব্যাক’-এ তাঁর উপস্থিতির কারণ বন্ধু শাবিনা খানের অনুরোধ। সবশেষে, নিজের কাজ নিয়েও বেশ খুশি ‘বেবো’! ‘এই ইন্ডাস্ট্রিতে সম্পর্কের বিষয়টি আমার কাছে সব সময়ই গুরুত্বপূর্ণ। ‘রৌডি রাঠোর’-এর একটা গানে আমার ক্যামিও (সংক্ষিপ্ত উপস্থিতি) ছিল। এই গানটার (তেরি মেরি কাহানি) জন্য শুটিং করে আমি আরো বেশি মজা পেয়েছি।’
‘রৌডি রাঠোর’-এর মতো এখানেও কারিনার উপস্থিতি ভীষণ চাইছিলেন অক্ষয়। ‘বেবো অনেক দিন ধরেই আমার ক্যারিয়ারে এক অবিচ্ছেদ্য অংশ। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। আরো অনেক কাজ করে যাওয়ার আশা করি। হিন্দি ছবির একজন অভিনেত্রীর যা যা দরকার, তার সবকিছুই তাঁর আছে। কারিনা জানে, ওর চেষ্টা আর দক্ষতাকে আমি কী ভীষণ সমীহ করি! ও আমার লাকি চার্ম। দর্শক ওকে গানটায় দারুণ পছন্দ করবে বলে আমি নিশ্চিত’—এ ছবিতে কারিনার উপস্থিতিকে এভাবেই ব্যাখ্যা করেছেন অক্ষয়।
নির্মাতা সংস্থা ভায়াকম১৮-এর ব্যানারে ‘গাব্বার ইজ ব্যাক’ ছবিটির প্রযোজনায় রয়েছেন সঞ্জয় লীলা বনশালি, শাবিনা খান। পরিচালনা করেছেন নবাগত পরিচালক কৃষ। ১ মে ছবিটি মুক্তি পাবে।