মাহী এখন ‘শারমিন আক্তার নিপা মাহিয়া’
ঢালিউডে সবারই নাম বদলায়। আমাদের পরিচিত সব তারকারই বাস্তব জীবনের নাম বড় পর্দায় এসে বদলে গেছে। সম্প্রতি ফেসবুকের নাম বদলে দিয়ে মাহিয়া মাহী লিখেছেন ‘শারমিন আক্তার নিপা মাহী’। তবে এটা ‘আসল’ নাম হলেও মাহির দাবি, তাঁর চলচ্চিত্রের নামটিও ‘নকল’ নয়!
এ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে মাহী বলেন, “আমার পুরো নাম শারমিন আক্তার নিপা মাহিয়া। অনেকে ভাবছেন, চলচ্চিত্রে কাজ করতে এসে নাম বদলিয়েছি। বিষয়টা ঠিক নয়। আমি মনে করি, অনেক বড় নাম ব্যবহার করা অযৌক্তিক। তাই অনেক আগে থেকেই আমার নাম ‘মাহিয়া মাহী’ ব্যবহার করছি।”
ফেসবুকে হঠাৎ পুরো নাম দেওয়ার কারণ কী? এমন প্রশ্ন শুনে মাহী বলেন, ‘গুরুত্বপূর্ণ কোনো কারণ নেই। আমার হঠাৎ ইচ্ছে হলো, তাই দিয়েছি। বাসার সবাই আমাকে মাহী বলে ডাকে।’
২০১২ সালে ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে মাহীর অভিষেক ঘটে। ২০১৩ সালে ‘অন্যরকম ভালোবাসা’, ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসা’সহ মোট পাঁচটি ছবি মুক্তি পায়।
২০১৪ সালে ‘অগ্নি’, ‘কি দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘দেশা : দ্য লিডার’ ও ‘অনেক সাধের ময়না’—এই ছবিগুলো মুক্তি পায়। এ বছর ১৫ জানুয়ারি কলকাতা ও বাংলাদেশে একযোগে মুক্তি পায় ‘রোমিও বনাম জুলিয়েট’।
ইফতেখার চৌধুরীর ‘অগ্নি টু’ ছবির শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি।