যমুনা টেলিভিশনের প্রথম বর্ষপূর্তি উদযাপন
২০১৪ সালে ৫ এপ্রিল আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করেছিল সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি। আজ এক বছর পূর্ণ করল যমুনা টেলিভিশন। সারা দিন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চ্যানেলটির প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বিকেল ৩টায় এনটিভির পক্ষ থেকে যমুনা টিভিকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় এনটিভি পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শরীফুল ইসলাম, জাহিদ হাসান সুমন, মোহাম্মদ আলী, আসাদুজ্জামান খান, তাসলিমা আক্তারসহ আরো অনেকে। বিকেল সাড়ে ৫টায় যমুনা টেলিভিশনের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল চ্যানেলটির নিজস্ব ভবনে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন। লাল রঙের কারুকাজে বর্ণিল ছিল যমুনা ভবন।
যমুনা টেলিভিশনের বার্তাপ্রধান জাকারিয়া কাজল এনটিভি অনলাইনকে বলেন, ‘এক বছরে পদার্পণ, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। বাংলাদেশে এতগুলো চ্যানেল রয়েছে। আমি গর্বের সঙ্গে দাবি করতে পারি, আমরা খুব ভালো একটা জায়গা তৈরি করে নিয়েছি। এটা আমাদের অর্জন। চ্যানেলের সব কর্মীর মেধা মনন ও শক্তির কারণে এটা সম্ভব হয়েছে। আমি আশাবাদী এই যাত্রা অব্যাহত থাকবে।’
চ্যানেলটির বার্তা ও অনুষ্ঠান বিভাগের পরিচালক জ ই মামুন বলেন, ‘প্রথম বর্ষপূর্তি, এটা সত্যি আনন্দের ব্যাপার। একটা নতুন টেলিভিশন যখন চালু হয় তখন শঙ্কা থাকে সেটা ঠিকমতো চালানো সম্ভব হবে কি না। যেমন ক্রিকেট খেলায় ওপেনিং ব্যাটসম্যানদের পারফরমেন্স অনেক গুরুত্বপূর্ণ। কারণ ওপেনিং ভালো হলে পরবর্তী ব্যাটসম্যানরা অনেক ভালো খেলে। আমরা এক বছরে অনেক কিছু করেছি এটা বলব না। গত এক বছরে আমরা ভালো করেছি আবার মন্দও করেছি। ত্রুটিগুলোও খুঁজে বের করেছি। আমরা চেষ্টা করব সেগুলো কাটিয়ে উঠতে। বাংলাদেশের জনগণের সংবাদ জানা সাংবিধানিক অধিকার। আমার বিশ্বাস, আমরা দর্শকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছি।’