কলগার্ল চরিত্রে চৈতি
জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত ‘ডিবি’ ধারাবাহিক নাটকে কলগার্ল চরিত্রে অভিনয় করেছেন ইশরাত চৈতি। নাটকের প্রয়োজনে অনেক চরিত্রেই অভিনয় করতে হয় শিল্পীদের। তবে সব চরিত্র একরকম চ্যালেঞ্জিং হয় না। কলগার্লের চরিত্রে প্রথম অভিনয় বলে বিষয়টিকে চ্যালেঞ্জিং বলেই মানছেন অভিনেত্রী চৈতি।
কলগার্ল চরিত্র প্রসঙ্গে চৈতি বলেন, “আমি নেতিবাচক চরিত্রে এর আগেও অনেকবার কাজ করেছি। তবে কলগার্ল চরিত্রে এবারেই প্রথম। নেতিবাচক চরিত্রে অভিনয় করতে গিয়েও আমি সব সময় চেষ্টা করি সেখানে ইতিবাচক কী আছে, তা ফুটিয়ে তুলতে। এই নাটকেও তাই করেছি। ভাগ্যের কারণে অনেক মেয়েকে কলগার্লের পেশা বেছে নিতে হয়। ‘ডিবি’ নাটকে আমি নৃত্যশিল্পী থাকি। বিভিন্ন জায়গায় স্টেজ অনুষ্ঠানে নাচ করি। তার পর একসময় কলগার্ল পেশায় জড়িয়ে পড়ি। আমার মক্কেল থাকে আজিজুল হাকিম। তাকে ঘিরে গল্প এগিয়ে যায়।”
কলগার্ল চরিত্র কীভাবে ফুটিয়ে তুলেছেন—জানতে চাইলে চৈতি বলেন, ‘আমি সরাসরি কোনো কলগার্লকে দেখিনি। তবে ইউটিউব ও ইন্টারনেটে দেখেছি। আর পোশাকের ধারণা সেখান থেকে নিয়ে নিজেই ডিজাইন করে বানিয়েছি।’
‘ডিবি’ নাটকটি প্রতি রোববার ও সোমবার এটিএন বাংলায় প্রচারিত হয়। আগামী মাস থেকে চৈতি অভিনীত পর্বগুলো দেখানো হবে বলে জানান তিনি।
‘ডিবি’ নাটক ছাড়াও বর্তমানে কয়েকটি ধারাবাহিক ‘অশান্ত প্রেম’, ‘অনাকাঙ্ক্ষিত সত্য’, ‘গোলমালে’ নাটকে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী ইশরাত চৈতি।