‘গুলশানের ঘটনায় প্রভাব পড়েনি শুটিংয়ে’
শেষ হচ্ছে মালেক আফসারী পরিচালিত, জায়েদ খান ও পরী মণি অভিনীত ছবি ‘অন্তর জ্বালা’র কাজ। গতকাল সোমবার বিএফডিসির তিন নম্বর শুটিং ফ্লোরে ছবির শেষ পর্যায়ের শুটিং শেষ হয়েছে বলে জানান ছবির পরিচালক। এ সময় গুলশানে হামলার ঘটনা শুটিংয়ে কোনো প্রভাব ফেলেনি বলে মন্তব্য করেন তিনি।
পরিচালক মালেক আফসারী এনটিভি অনলাইনকে বলেন, ‘নিজের মতো করে শুটিং শেষ করেছি। গুলশানের ঘটনায় কোনো প্রভাব পড়েনি শুটিংয়ে। কারণ আমি সারা বিশ্বের খবরই রাখি। ইরাক বা আফগানিস্তানে এ ধরনের ঘটনা সব সময়ই ঘটছে। আমাদের দেশেও এমন কিছু হতে যাচ্ছে তাও আমরা অনেক দিন ধরেই শুনে আসছিলাম। আসলে আমরা সবাই তো মানুষ। পৃথিবীর এমন ঘটনার সঙ্গে আমরা পরিচিত। সব কিছুই গা সওয়া হয়ে গেছে। এখন আর অনুভূতিতে আঘাত হানে না। এসব ঘটনায় আমাদের অনুভূতিগুলো মরে যাচ্ছে। আমরা অনুভূতিহীন হয়ে গেছি।’
ছবির বিষয়ে আফসারী বলেন, ‘আমরা ছবির শুটিং শেষ করেছি। বাকি আছে দুটি গানের শুটিং। আমরা ঈদের ছুটির মধ্যে ডাবিংয়ের কাজ শেষ করব। আর গানের শুটিং করব ঈদের পর। এরই মধ্যে ছবির দৃশ্যের কাজ শেষ হয়ে যাবে। আশা করি আগামী কোরবানির ঈদে ছবিটি দর্শকদের উপহার দিতে পারব।’
গত পয়লা ফেব্রুয়ারি কাকরাইলের একটি রেকর্ডিং স্টুডিওতে ‘অন্তর জ্বালা’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। বরিশালের পিরোজপুরে টানা ৫০ দিন আউটডোর শুটিং করে ছবিটি রেকর্ড সৃষ্টি করেছে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় নায়িকা পরী মণির নানাবাড়ি। সেখানে শৈশবের একটি গুরুত্বপূর্ণ সময় কেটেছে তাঁর। ‘অন্তর জ্বালা’ ছবির শুটিং হয়েছে পরীর গ্রামেই। অন্যদিকে, নায়ক জায়েদ খানও পিরোজপুরের ছেলে। সে হিসেবে তাঁর এলাকাতেও ছবির শুটিং হয়েছে বলা যায়।
পরিচালক মালেক আফসারীর দেখা বাস্তব ঘটনা অবলম্বনে ‘অন্তর জ্বালা’ চলচ্চিত্রের কাহিনী লেখা হয়েছে। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল। ছবিটি প্রযোজনা করছে জেড কে মুভিজ।