শাহরুখের নতুন ছবি ‘রইস’
গেল বছর ‘হ্যাপি নিউ ইয়ার’ রমরমা ব্যবসা করেছে। শাহরুখের ছবি মানেই শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা। নতুন ছবি ‘রইস’-এর কাজ শুরু করেছেন কিং খান।
রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় এই ছবিতে শাহরুখের বিপরীতে কাজ করছেন নতুন একজন নায়িকা। তিনি আবার ভারতীয় নন, পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। এর আগে ‘বোল’ ছবিতে অভিনয় করেছিলেন মাহিরা।
শুটিং শুরুর দিনেই ছিল আবার শাহরুখের আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সের খেলা। শুটিংস্পট থেকে টুইটারের মাধ্যমেই দলকে অনুপ্রেরণা দিয়েছেন শাহরুখ। সে সঙ্গে জানিয়েছেন নতুন ছবির শুটিং শুরুর কথা।
আগামী বছরের ঈদে ‘রইস’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই ছবিতে গুজরাটের এক গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। অ্যাকশন থ্রিলার ধাঁচের এই ছবিতে আরো থাকবেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।