হ্যাপির সেই ‘চমক’!
২৩ এপ্রিল বিয়ে করবেন বলে ২১ এপ্রিল ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন হ্যাপি। অবশ্য পরদিন সকালেই পরপর দুটো স্ট্যাটাস দিয়ে হ্যাপি নিশ্চিত করেন, বিষয়টা ছিল নেহাত ‘ফান’! বিয়ে নিয়ে সবার সঙ্গে মজা করার জন্য ‘সরি’ বলেন তিনি। তবে এনটিভি অনলাইনকে হ্যাপি জানান, বিয়ে না করলেও কিছু একটা চমক রয়েছে তাঁর ভক্তদের জন্য। কী সেই চমক, তারই কথা জানিয়েছেন এবার।
হ্যাপি বলেন, ‘২৩ এপ্রিল গুলশানে আমি ঠিকই গিয়েছিলাম। তবে বিয়ে করতে নয়।’
‘ফলো বাংলাদেশ’ নামে একটি বেসরকারি কোম্পানির সঙ্গে আমি তিন বছরের চুক্তি করেছি। বিভিন্ন টেলিকম কোম্পানির কাজের প্রমোশন নিয়ে এই চুক্তি। তারা অনেক ইভেন্ট করবে। আর প্রতিটি ইভেন্টে অনেক প্রতিযোগীর মধ্যে সেরা ১০ জন বিজয়ী মোবাইল সেট জেতাসহ আমার সঙ্গে নৈশভোজ করার সুযোগ পাবেন। গত ২৩ এপ্রিল আমি প্রথম ইভেন্টের সেরা ১০ জনের সঙ্গে দেখা করে নৈশভোজ করেছি।’
ভক্তরা যেমন হ্যাপিকে দেখে ‘হ্যাপি’, তেমনি খুশি হ্যাপিও! বললেন, ‘আমাকে দেখার জন্য অনেক ভক্ত এসেছিল। একসঙ্গে এত ভক্তের ভালোবাসা পেয়ে অনেক খুশি হয়েছি। আমার এত শুভাকাঙ্ক্ষী আছে এটাই আমি জানতাম না। ভক্তদের ভালোবাসা আমার জীবনের আশীর্বাদ। আমি খুব শিগগির তাদের সঙ্গে আমার ছবিগুলো ফেসবুকে আপলোড করব।’
এদিকে রাশেদ মজুমদারের পরিচালনায় একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন সংগীতশিল্পী ফাহিম ইসলাম ও হ্যাপি। ২৩ এপ্রিল ভিডিওটি ইউটিউবে আপলোডের পর থেকে এক লাখেরও বেশি দর্শক-শ্রোতা ভিডিওটি দেখেন। আজ সন্ধ্যা ৬টায় বসুন্ধরা সিটিতে মিউজিক ভিডিওটির গানের অ্যালবাম নিয়ে একটি আনুষ্ঠানিক আয়োজন রয়েছে বলে জানান হ্যাপি।