মম সব সময় সেরা সহশিল্পী : অপূর্ব
তাঁরা দুজন খুব ভালো বন্ধু। একসঙ্গে অসংখ্য নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন। তবে ঠিক কতগুলো নাটকে একসঙ্গে অভিনয় করেছেন এই হিসাব তাঁদের নিজের কাছেও নেই। বলা হচ্ছে অপূর্ব ও মমর কথা।
মমর সঙ্গে কাজ করতে কেমন লাগে জানতে চাইলে এক কথায় অপূর্ব বললেন, ‘মম সব সময় সেরা সহশিল্পী।’ অন্যদিকে মমও জানালেন একই কথা। অপূর্বর অভিনয় ও স্টাইল দুটোই অনেক পছন্দ করেন মম।
এদিকে গেল বছর শিহাব শাহীনের ‘নিশ্চিত প্রেমের সাতটি উপায়’ নাটকে অপূর্ব ও মমর উপস্থাপন ছিল একেবারেই আলাদা। রোমান্টিক কমেডি নাটকটি দর্শকদের মনে যেমন বেশ দাগ কেটেছিল, তেমনি অপূর্বরও নাকি নাটকটির কথা এখনো অনেক মনে পড়ে। বললেন, ‘নাটকটি থেকে আমি আর মম অনেক সাড়া পেয়েছি। আমাদের নিজেদেরও অনেক ভালো লেগেছে। অনেক মজার ছিল নাটকটি।’
সম্প্রতি আবারও একই পরিচালকের ‘ভালোবাসার পংক্তিমালা’ নামের একটি টেলিফিল্মে জুটি বেঁধে অভিনয় করেছেন অপূর্ব ও মম। এখানেও রয়েছে তাঁদের চরিত্রে ভিন্নতা। টেলিফিল্মের গল্পে কী আছে তা দেখার জন্য দর্শকদের ঈদ পর্যন্ত অপেক্ষা করতে বললেন তাঁরা দুজনই।
তাঁরা দুজন ছাড়াও টেলিফিল্মটিতে আরো অভিনয় করেছেন ইরেশ যাকের, মিথিলা, তাহসান, টয়া, আনন্দ খালেদ প্রমুখ।
আসছে ঈদে তারকাবহুল টেলিফিল্মটি দর্শকরা ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ১৫ মিনিটে এনটিভির পর্দায় দেখতে পাবেন।