এক মাস পিছিয়ে গেলেন হ্যাপি
নায়িকা হ্যাপির ‘হ্যাপি হোমস’ আগামী পয়লা মে শ্রমিক দিবসে যাত্রা শুরু করবে, এমনটাই কথা ছিল। অসহায় বৃদ্ধদের জন্যই এই আশ্রয়স্থল চালু করতে যাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই উদ্বোধনের তারিখ পেছালেন হ্যাপি। এ বিষয়ে তিনি বলেন, “আগামী পয়লা মে আমার ‘হ্যাপি হোমস’ চালু করতে পারছি না। তবে আগামী পয়লা জুনে এ কার্যক্রম শুরু করব। আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে, তা দিয়েই খুব ছোট পরিসরে ২০ জনকে দিয়ে শুরু করছি। যেহেতু আমি একা এই কাজ করছি, তাই কিছু সমস্যার কারণে এক মাস পিছিয়ে দিলাম। কারণ আমি চাই না, অসহায় বৃদ্ধরা আমার এখানে এসে কষ্ট পাক। আল্লাহর কাছে আমার চাওয়া, একদিন যেন আমি ২০ হাজার বৃদ্ধকে আশ্রয় দিতে পারি।”
প্রায় এক মাস আগে ঘোষণা দিয়েও আগামী মাসে শুরু করতে না পারায় যে ২০ জন অসহায় বৃদ্ধের আসার কথা ছিল, তাঁরা এখন এই এক মাস কোথায় থাকবেন? এমন প্রশ্নের জবাবে হ্যাপি বলেন, ‘আমি আসলে যাঁদের নিয়ে শুরু করছি, তাঁরা সবাই রাস্তায় থাকেন। তাঁদের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁদের বলেছি, আপনারা আর এক মাস কষ্ট করেন। কারণ আমি চাই না, তাঁরা আমার এদিকে এসে কষ্ট করুক।’
গত ২৮ এপ্রিল হ্যাপি অভিনীত ‘নীল দৃষ্টি’ ছবির শুটিং হওয়ার কথা ছিল, হঠাৎ সেটাও পিছিয়ে গেছে। এর কারণ ব্যাখ্যায় হ্যাপি বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে ভারত যাচ্ছি। পরিচালকের সঙ্গে কথা বলে শুটিং পিছিয়েছি। অনেক দিন ধরেই আমার ভারতে যাওয়ার কথা থাকলেও দেশে কিছু কাজ থাকায় যেতে পারিনি। অভিনয়ের পাশাপাশি বৃদ্ধাশ্রম নিয়ে আরো ব্যস্ত হয়ে যাব। তাই বেশি ব্যস্ত হওয়ার আগে কিছুদিনের জন্য ঘুরে আসতে চাই।’
এখন থেকে নিজের উপার্জনের সব টাকা বৃদ্ধাশ্রম ‘হ্যাপি হোমস’-এ খরচ করতে চান আলোচিত এই তারকা। হ্যাপি কিছুদিন আগেই বলেছেন, ‘এখন থেকে মিডিয়া বা সিনেমায় কাজ করে যা টাকা আয় করব, তার পুরোটা আমি হ্যাপি হোমসে ব্যয় করব। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন থেকে আমার পারিশ্রমিকের টাকাটা শুধু অবহেলিত বৃদ্ধদের জন্য খরচ করতে চাই।’
হ্যাপি নিজের আর্থিক খরচের ব্যাপারে বলেন, ‘আমার পারিবারিক যে অবস্থা, তাতে আমাকে ফ্যামিলিতে টাকা দিতে হয় না। আমার হাতখরচের টাকাও চাইলে পরিবার থেকে নিতে পারি। তা ছাড়া আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। তাঁরা সবাই আমাকে এ কাজে তাঁদের সমর্থন জানিয়েছেন। সবার সহযোগিতা পেলে এটাকে অনেক বড় করার ইচ্ছা আছে আমার।’
কিছুদিনের মধ্যেই কাশেম মণ্ডল পরিচালিত ‘নীল দৃষ্টি’ ছবির শুটিংয়ে অংশ নেবেন হ্যাপি। নারীপ্রধান এই ছবিতে হ্যাপির সহশিল্পী থাকছেন নবাগত সালেম রাতুল ও সাফায়েত খান। এর আগে ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবি ছাড়াও বদরুল আমিন পরিচালিত ‘রিয়েল ম্যান’ ছবির কাজ শেষ করেছেন হ্যাপি। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।