সালমানের দণ্ড
গ্যালাক্সিতে বিষণ্ণ তারার মেলা
একদিনের ব্যবধানে বলিউডের বাঘা বাঘা তারকারা ভিড় জমিয়েছেন বান্দ্রার এ বাসভবনে। অথচ তাঁদের কারো মুখে হাসি নেই, তাড়াহুড়োয় একেবারে ক্যাজুয়াল পোশাকে চলে এসেছেন সবাই, মেকআপের ধার ধারেননি কেউই বলতে গেলে। এমন উপলক্ষে এক হতে হয়তো অনেকেই চাননি তাঁরা।
ব্যাড বয় সালমান খানের কপালে এখন পাঁচ বছরের হাজতবাস। ৪৮ ঘণ্টার জামিন পেয়ে বাড়ি ফিরেছেন বটে, কিন্তু একদিন বাদেই সম্ভবত তাঁর আবাস হতে যাচ্ছে আর্থার রোডের কয়েদখানা। ব্যবসায়িক বা বন্ধুতা, যে দৃষ্টিকোণেই হোক-বলিউড এখন সালমান শোকে কাতর এবং পাথর। গতকাল সন্ধ্যা থেকেই সালমানের বাড়িতে ভিড় করেছেন বি টাউনের সেলিব্রিটিরা। তারও আগের দিন শাহরুখ সপরিবারে গিয়ে দেখা করে এসেছেন সালমানের সাথে।
আজ সকালে (৭ মে) সালমানের বাড়ি যান আমির খান। আমির-সালমানের বন্ধুত্ব সেই ১৯৯৪ সালের ‘আন্দাজ আপনা আপনা’ থেকে। সেদিন থেকে আজও আমির সালমানের পরিবারে এক পরম সুহৃদ।
করন জোহর আর সালমানের বন্ধুত্ব বেশি পুরোনো নয়। তবে সম্পর্ক ভালো। তার ওপর করনের ‘শুদ্ধি’তে কাস্ট ছিলেন সল্লু। সকালেই গ্যালাক্সির সামনে দেখা গেল করনের চিন্তাক্লিষ্ট মুখ।
গত রাতে বলিউডের সুন্দরীরাও এসেছিলেন গ্যালাক্সিতে। তাঁদের মুখাবয়ব আর দৃষ্টিতে ছিল শুধুই বিষণ্ণতা। এঁদের মধ্যে প্রীতি জিনতা, বিপাশা বসু, রানি মুখার্জি, সোনাক্ষি সিনহা-সবাই কাজ করেছেন সালমানের বিপরীতে, সফল সব ছবিতে। এমনকি সালমানের সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানিও এসেছিলেন।
সালমানের ঘনিষ্ঠ বন্ধু সুনিল শেঠি, সোনু সুদ, চাঙ্কি পান্ডে, পুলকিত সম্রাট এসেছেন গতকাল। সালমানের বড় ভাই আরবাজ ও তাঁর স্ত্রী মালাইকা অরোরা খান তাঁদের সাথে কথা বলেন।
সালমানের যেসব শুভাকাঙ্ক্ষী বাড়ি পর্যন্ত আসতে পারেননি বা আসেননি, তাঁরা সামাজিক মাধ্যমে জানিয়েছেন তাঁদের সমবেদনা। এঁদের মধ্যে ছিলেন পরিনীতি চোপড়া, অর্জুন কাপুর, রাভিনা ট্যান্ডন, সুস্মিতা সেন, দিয়া মির্জা প্রমুখ।