শুক্রবার আদালতে যাচ্ছেন না সালমান খান!
দুদিনের অন্তর্বর্তী জামিনের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার। আদালতের আদেশ অনুযায়ী কালই মুম্বাই হাইকোর্টে হাজিরা দেওয়ার কথা সালমান খানের। সেখান থেকেই সোজা কারাগারে নিয়ে যাওয়া হবে তাঁকে। কিন্তু সালমান খানের পারিবারিক সূত্রে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্ভবত শুক্রবার মুম্বাই হাইকোর্টে হাজিরা দিতে যাচ্ছেন না তিনি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়েছে, সালমানের আইনজীবী আদালতে তাঁর শারীরিক অবস্থার কথাই তুলে ধরবেন। আর আইন অনুযায়ী আদালত মনে করলে বেশ কয়েকটি কারণে উপস্থিতি থেকে অব্যাহতি দিতে পারেন অভিযুক্তকে।
ভারতের মানবাধিকার সংগঠন ‘আপ হো’-এর কর্মী জয় হুডা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করতে লেগে গেল ১৩ বছর। কিন্তু তারপর উচ্চ আদালতে আবেদন করে জামিন জোগাড় করতে ১০ মিনিটও লাগল না!’
২০০২ সালে গাড়িচাপা দিয়ে এক ব্যক্তিকে হত্যার অপরাধে গত বুধবার পাঁচ বছরের সাজা হয় বলিউড অভিনেতা সালমান খানের। দায়রা আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে জামিনের আবেদন করেছেন সালমান খানের আইনজীবীরা। এর পরেই তাঁর দুদিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়।
এদিকে আবার সালমান খানের দুদিনের অন্তর্বর্তী জামিন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন এক আইনজীবী।