সালমানের জামিনে বলিউডের স্বস্তি
কাজেকর্মে ‘ব্যাড বয়’, আচরণে বেপরোয়া। তবু বলিউডের মতো কঠিন জায়গায় সালমান খানের জনপ্রিয়তা হিসাব ছাড়ানো। কেবল ভক্ত নয়, বি টাউনের কলিগদেরও সালমানের জন্য ভালোবাসা বেশ বাড়াবাড়ি রকমেরই।
সালমানের জামিন তাই যেন রীতিমতো আনন্দের উপলক্ষ নিয়ে এসেছে বলিউডে। এনডিটিভি, আইবিএন, টাইমস অব ইন্ডিয়ার বদৌলতে বলিউড তারকাদের স্বস্তি ফেরার সব খবরই মিলছে।
বলিউডে একটা মজার কৌতুক প্রচলিত আছে সালমানকে নিয়ে। সালমানের সবই দুটো করে (মা, ভাই, বোন)! তবে আজ আদালত প্রাঙ্গণে শুধু দেখা গেছে সালমানের বোন আলভিরাকে। অন্যরা সতর্কতা কিংবা যে কারণেই হোক, কোর্টের ধারেকাছে ঘেঁষেননি আজ। রায়ে যখনই শুনলেন ভাইকে এ দফা জেলে যেতে হচ্ছে না, আনন্দে কেঁদে ফেলেন তিনি।
বলিউডে অবশ্য কে কে কেঁদে ফেলেছেন, তার খবর না পেলেও আনন্দের জোয়ার টের পাওয়া যাচ্ছে ভালোই। শক্তি কাপুরের কথা দিয়ে শুরু করা যায়। ঘোষণা দিয়েছেন, আজ তিনি পার্টি করবেন। সালমানের ‘মুক্তিতে’ অনেক আনন্দ তাঁর মনে।
অজয় দেবগন সালমানের ঘনিষ্ঠ বন্ধু। আজ যখন আদালতে সালমানের জেলভাগ্য নির্ধারণ হচ্ছিল, তখন সব কাজ ফেলে ছুটে এসেছিলেন তিনি সালমানের বাড়িতে। শুটিং বাদ দিয়ে বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরও চলে এসেছিলেন সালমানের বাড়িতে।
ঋষি কাপুর তাঁর আমুদে আর স্বভাবসুলভ দার্শনিক ভাষায় সালমানের ফিরে আসায় আনন্দ জানিয়েছেন, টুইটারে। জয় হো ছবিতে সালমানের সহ-অভিনেত্রী ডেইজি শাহর কথা, একজন ভালো মানুষের প্রকৃত বিচার করেছেন ঈশ্বর নিজে! আমিশা প্যাটেল প্রকাশ করেছেন উচ্ছ্বাস। তাঁর সকল প্রার্থনা পূরণ হয়েছে বলে টুইট করেছেন তিনি।
গায়ক মিকা সিং টুইটে বলেছেন, তাঁর বড় ভাই সালমানের মুক্তিতে আনন্দিত তিনি। যিনি সবাইকে সাহায্য করেন, তাঁকে ঈশ্বরও সহায়তা করেন বলে বিশ্বাস তাঁর।
সোনাক্ষী সিনহার ভাই লাভ ফেসবুকে লিখেছেন লম্বা বয়ান, ‘সুবিচারের কথা বললে তো আরো কিছু নিয়ে বলা উচিত। মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে সাতজনকে হত্যার পরও অ্যালিস্টেয়ার পেরেরার জেল হয়েছিল তিন বছর। ঘোরগ্রস্ত অবস্থায় সাতজনের ওপর গাড়ি চালিয়ে সামান্য শাস্তি পেয়েছিলেন সঞ্জীব নন্দ, একই কথা খাটে পুরু রাজকুমারের ক্ষেত্রেও। আপনি যদি সালমান খানের কেসের কথা বলেন, তাহলে এর চেয়েও ভয়ংকর কেস রয়েছে। আমি আলাদা করে কাউকে কিছু বলব না। এমন আরো দুজন ছিলেন, যাঁরা সালমানের মতো বড় তারকা ছিলেন না। মিডিয়া টিআরপির চক্করে পড়ে তাঁরা সালমানের মতো লম্বা সাজা পাননি। এটা আমার একান্ত অভিমত, আপনি চাইলে এর পাল্টা যুক্তি দিতে পারেন।’
বি টাউনে নবাগতদের বা যে কাউকে সাহায্য করার ক্ষেত্রে সালমান সব সময়ই এগিয়ে। এ মুহূর্তে তাঁর ওপর শত শত-কোটি টাকা লগ্নি আছে বলিউড ইন্ডাস্ট্রির।