জাজের নতুন ছবিতে নতুন নায়িকা
আরো একজন নতুন নায়িকাকে পরিচয় করিয়ে দিল জাজ মাল্টিমিডিয়া। গতকাল সোমবার ঢাকা ক্লাবে নতুন নায়িকা হিসেবে হুমায়রা ফারিন খানকে পরিচয় করিয়ে দেওয়া হয়। তিনি অভিনয় করবেন জাজের নতুন ছবি ‘ধ্যাততেরিকি’তে। এই ছবিতে নায়ক রোশানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। অবশ্য একই ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। শামিম আহম্মেদ রনি পরিচালিত ছবিটির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর থেকে।
নতুন ছবিতে নবাগত নায়িকা প্রসঙ্গে গতকালের অনুষ্ঠানে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘আমরা অনেক মেয়েকে দেখেছি। কিন্তু এই মেয়েটির মধ্যে অভিনয়ের সব গুণ আছে। যে কারণে তাঁকে সিলেক্ট করা হয়েছে। এরই মধ্যে তাঁকে গ্রুমিং করানো হয়েছে। চলচ্চিত্রের জন্য তাঁকে সব দিক দিয়ে প্রস্তুত করা হচ্ছে।’
এ সময় ফারিন বলেন, ‘আমি কাজ করে দেখাতে চাই। আমি বিশ্বাস করি, ভালো কাজের সঙ্গে যুক্ত হলে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারব। আমি ধন্যবাদ দিতে চাই আজিজ ভাইকে, তিনি আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। আপনারা দোয়া করবেন, আমি যেন ভালো কিছু উপহার দিতে পারি।’
সাভারের মেয়ে হুমায়রা ফারিন খান মা-বাবার একমাত্র সন্তান। র্যাম্প মডেল দিয়ে বিনোদন জগতে পা রাখেন তিনি। বর্তমানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিপার্টমেন্ট অব ইংলিশ থেকে অনার্স করছেন।
জাজ মাল্টিমিডিয়া ছাড়াও ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার প্রযোজনা সংস্থা এস কে মুভিজ।