হাউজফুল বন্দনার মধ্যে শো কমেছে ‘সুড়ঙ্গ’র, কী খবর ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’র?
‘সুড়ঙ্গ’ সিনেমার পরিবেশক অনন্য মামুন বলেছিলেন, ‘দ্বিতীয় সপ্তাহে হলের সংখ্যা দেখলে সবাই চমকে যাবেন।’ সপ্তাহজুড়ে সেই আভাস দিচ্ছিল সিনেমাটি, ফেসবুক জুড়ে চলছিল রেকর্ড আর হাউজফুল বন্দনা।
অথচ শুক্রবার (৭ জুলাই) সিনেমাটি কত সিনেমা হলে চলছে সেই তালিকাই জোগাড় করা যাচ্ছে না সংশ্লিষ্টদের থেকে। তবে দেশের মাল্টিপ্লেক্সগুলো বলছে, আজ থেকে ‘সুড়ঙ্গ’ সিনেমার শো কমেছে।
এই যেমন দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের ছয়টি শাখায় ১৮টি শো দিয়ে যাত্রা শুরু করে ‘সুড়ঙ্গ’। দর্শকচাপে একলাফে সেটা ৩৩ হয় একদিনের মধ্যে। তবে আজ (৭ জুলাই) থেকে সিনেমাটির ৬টি শো কমিয়েছে স্টার সিনেপ্লেক্স।
একই দৃশ্য লায়ন সিনেমাসে; আটটি থেকে চারটিতে নেমে এসেছে শো। তবে ব্লকবাস্টার সিনেমাসে এক শো বেড়েছে সিনেমাটির।
‘সুড়ঙ্গ’ সিনেমাটি চলছে স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখাসহ দেশের ২৭টি সিনেমা হলে। রায়হান রাফি পরিচালিত সিনেমাটির মাধ্যমে আফরান নিশোর চলচ্চিত্রে অভিষেক হয়েছে। এতে তাঁর বিপরীতে রয়েছেন তমা মির্জা।
দ্বিগুণ হয়েছে ‘প্রিয়তমা’
হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’য় জুটিবেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। দেশে ঈদের দিন (২৯ জুন) সিনেমাটি ১০৫টি হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে তা বেড়ে ১০৮টি হয়েছে। ফলে এই সপ্তাহে দেশ-বিদেশ মিলিয়ে মোট দেড়শ’ প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি। আর দেশের মাল্টিপ্লেক্সগুলো বলছে, আজ থেকে সিনেমাটির শো প্রায় দ্বিগুণ করা হয়েছে।
এই যেমন স্টার সিনেপ্লেক্সে প্রথম সপ্তাহে শাকিব অভিনীত সিনেমাটি সিনেপ্লেক্সের চারটি শাখায় দৈনিক মাত্র আটটি শো পেয়েছিল। শুক্রবার (৭ জুলাই) থেকে তাদের সাতটি শাখায় প্রতিদিন ১৭টি শো প্রদর্শিত হচ্ছে সিনেমাটির। ব্লকবাস্টার সিনেমাসে চারটি থেকে আটটি করা হয়েছে শো।
চমক দেখাচ্ছে ‘প্রহেলিকা’ও
মাহফুজ আহমেদের ও শবনম বুবলীর ‘প্রহেলিকা’ সিনেমাটি মাত্র ৮টি হলে মুক্তি পায়। তবে আজ (৭ জুলাই) থেকে ৯টি প্রেক্ষাগৃহে চলবে ‘প্রহেলিকা’। সেই সঙ্গে প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্সে দৈনিক ১৫টি শো প্রদর্শিত হলেও এখন সেটা বেড়ে ২১টিতে দাঁড়িয়েছে।