সিঙ্গেল স্ক্রিন ‘প্রিয়তমা’র দখলে, মাল্টিপ্লেক্স মিশন ইমপসিবলের
এবারের ঈদের সিনেমা ঢালিউডের চিত্র পাল্টে দিয়েছে; ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’ ও ‘প্রহেলিকা’ দিয়ে দর্শক ফিরেছে সিনেমা হলে। সেটা এতটাই যে মাল্টিপ্লেক্সে হলিউড সিনেমার শো কমিয়ে চলেছে বাংলা সিনেমা। তবে দুই সপ্তাহ না যেতেই ফের হলিউড সিনেমার দাপট শুরু হয়েছে মাল্টিপ্লেক্সে।
বর্তমানে দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে সর্বোচ্চ শো চলছে হলিউডের ‘মিশন ইমপসিবল’ সিনেমার, সব শাখা মিলিয়ে প্রতিদিন চলছে ২৪টি শো। অন্যদিকে, ‘সুড়ঙ্গ’ সিনেমার চলছে ২১টি শো আর ‘প্রিয়তমা’ সিনেমার ১৫ শো চলছে।
স্টার সিনেপ্লেক্সের ছয়টি শাখায় ১৮টি শো দিয়ে যাত্রা শুরু করে আফরান নিশোর ‘সুড়ঙ্গ’। দর্শকচাপে একলাফে সেটা ৩৩ হয় একদিনের মধ্যে। ৭ জুলাই থেকে সিনেমাটির ছয়টি শো কমে আর ১৪ জুলাই আরও ছয়টি শো কমে সিনেমাটির। আর শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি সিনেপ্লেক্সের চারটি শাখায় দৈনিক মাত্র আটটি শো দিয়ে যাত্রা শুরু করেছিল। বর্তমানে প্রতিদিন ১৫টি শো ধরে রেখেছে সিনেমাটি।
অন্যদিকে, ব্লকবাস্টার সিনেমাসে ‘মিশন ইমপসিবল’ সঙ্গে যৌথভাবে সর্বাধিক শো চলছে ‘প্রিয়তমা’ সিনেমার। যদিও দৃশ্য লায়ন সিনেমাসে সমান চারটি করে শো চলছে ‘মিশন ইমপসিবল’, ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমার।
তবে সিঙ্গেল স্ক্রিন বা একক পর্দার প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে ‘প্রিয়তমা’ সিনেমাটি। ঢাকার মধুমিতা, যশোরের মণিহার, বরিশালের অভিরুচি, রংপুরের শাপলার মতো সিনেমা হলগুলোতে প্রতিদিনই হাউজফুল যাচ্ছে বলে দাবি সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফের। বর্তমানে দেশের ৮৪টি সিনেমা হলে চলছে সিনেমাটি।