‘বিগ বস’ ১৭ বিজয়ী মুনাওয়ার ফারুকী, জিতেছেন গাড়ি ও ৫০ লাখ টাকা
‘বিগ বস’ ১৭ সিজনের মুকুট জিতেছেন মুনাওয়ার ফারুকী। সালমান খানের এই শো এর যাত্রা শুরু হয়েছিল ১৭ জন প্রতিযোগীকে নিয়ে।
১৫ অক্টোবর ২০২৩ এ শুরু হওয়ার ১০৭তম দিনে এসে ২৮ জানুয়ারি গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে বিজয়ী পেয়েছে বলিউডের বহুল চর্চিত এই শো।
বিগ বস জেতার পর, মুনাওয়ার ফারুকি শুধু ট্রফিই পাননি, তার সাথে তাকে নগদ ৫০ লাখ টাকা এবং একটি গাড়িও দেওয়া হয়। এই ট্রফিটির সবচেয়ে বিশেষ বিষয় হল এটি তৈরি করা হয়েছে দিল, দিমাগ এবং দম শো-এর থিমের ভিত্তিতে।
বিগ বস সিজন ১৭-র সবচেয়ে আলোচিত প্রতিযোগী মুনাওয়ার ফারুকি। ২০২১ সালের ১ জানুয়ারি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে মধ্যপ্রদেশ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। কঙ্গনার শো-তেই প্রথমবার মুনাওয়ার স্বীকার করেছিলেন তিনি বিবাহিত, তবে দেড় বছর ধরে স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই। তাঁর পাঁচ বছরের শিশুপুত্র রয়েছে।
বিগ বসের চলতি সিজনের পাঁচ ফাইনালিস্ট ছিলেন মুনাওয়ার ফারুকি, অঙ্কিতা লোখান্ডে, অভিষেক কুমার, মানারা চোপড়া এবং অরুণ মহাশেট্টি। টান টান উত্তেজনা শেষে জয়ের হাসি মুনাওয়ারের মুখে। রিয়্যালিটি শো জেতার ট্র্যাক রেকর্ড বজায় রাখলেন এই কমেডিয়ান। কঙ্গনা সঞ্চালিত ‘লক আপ’-এর পর সালমানে খানের ‘বিগ বস’ জয়ী মুনাওয়ার।
সেরা দুয়ে মুনাওয়ারের পাশে রয়েছেন অভিষেক কুমার। যাতে অনেকে অবাক হয়েছেন। কারণ সেরার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন অঙ্কিতা লোখান্ডে। তবে সেরা তিনেও জায়গা হয়নি অঙ্কিতার। সবাইকে অবাক করে তৃতীয় স্থান অর্জন করেছে প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন মানারা।
বিগ বস ১৭ সিজনে মুনাওয়ার ফারুকি, অঙ্কিতা লোখান্ডে, মান্নারা চোপড়া, অভিষেক কুমার এবং অরুণ মহাশেট্টি ছাড়াও এই শোতে অংশ নেওয়া অন্যান্য প্রতিযোগীদের মধ্যে ছিলেন- ভিকি জৈন, ইশা মালভিয়া, জিগনা ভোরা, নাভেদ সোলে, ঐশ্বরিয়া শর্মা, নীল ভাট, অনুরাগ ডোভাল, সানা রইস খান, সোনিয়া বানসাল, খানজাদি, সানি আর্য, রিংকু ধাওয়ান।