সালমানের বাড়ির সামনে গুলি, বিষ্ণোই গ্যাংয়ের দায় স্বীকার
বলিউড ভাইজান সালমান খানের বাড়ির সামনে গতকাল রোববার (১৪ এপ্রিল) ভোর ৫টা নাগাদ চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি।এ ঘটনার পরপরই হইহই রব বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশও। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
এরই মধ্যে ঘটনার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। বিষ্ণোই গ্যাং শুধু ঘটনার দায় স্বীকারই করেনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হত্যার হুমকি দিয়েছে অভিনেতাকে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত বছর থেকেই ক্রমাগত হত্যার হুমকি পাচ্ছেন সালমান খান। বিষ্ণোই গ্যাং-এর মূলহোতা লরেন্স বিষ্ণোই এর আগে সালমানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। যদিও এখন জেলবন্দি লরেন্স বিষ্ণোই। এবারের গুলির ঘটনার পর একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় হুমকি পোস্ট দিয়েছেন লরেন্সের ভাই আনমোল বিষ্ণোই।
আনমোল বিষ্ণোই লেখেন, ‘আমদের ওপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও, তা-ই সই। আজ যা হয়েছে, তা শুধুই একটা ঝলক ছিল সালমান খান। যাতে তুমি বুঝতে পারো, আমরা কত দূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ। এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না… দাউদ ও ছোটা শাকিল নামের যে দু’জনকে তুমি ভগবান মানো, সেই নামে দুটি কুকুর পুষেছি বাড়িতে। বেশি কথা বলার লোক আমি নই। জয় শ্রী রাম।’
১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারকাণ্ডে সালমানের নাম জড়িয়েছিল। এর বদলা নিতে সালমানকে খুনের হুমকি দেয় লরেন্স বিষ্ণোই গোষ্ঠী।