দুষ্কৃতীদের হাতে প্রাণ হারালেন মার্কিন অভিনেতা
‘জেনারেল হসপিটাল’খ্যাত অভিনেতা জনি ওয়াক্টরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাত্র ৩৭ বছর বয়সেই দুষ্কৃতীদের হাতে প্রাণ হারালেন অভিনেতা।
শনিবার (২৫ মে) দিবাগত ভোর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডাউনটাউনে এ ঘটনা ঘটে।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে,চুরি আটকাতে গিয়েই গুলিতে প্রাণ যায় অভিনেতার। শনিবার লস অ্যাঞ্জেলেসে তার গাড়িতে থাকা কনভার্টার চুরির উদ্দেশ্যে তিনজন লোককে দেখে এগিয়ে যায় জনি। এসময় তার সঙ্গে চোরদের সঙ্গে কথা কাটাকাটির হয়। পরে ঘটনাস্থল ত্যাগ করার আগে চোরদের একজন জনিকে গুলি করে।
লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র জাডের শ্যাভেস জানান,‘ভোর ৩টা ২৫ মিনিটে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পিকো বুলেভার্ডের রাস্তায় একটি গাড়ি থেকে যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিল তিন জন। সেই সময় ওদের মুখোমুখি হন অভিনেতা জনি ওয়াক্টর। গাড়ির মালিকও তিনি। তখন চোরদের একজন ওই তাঁকে গুলি করেন। এরপর ঘটনাস্থল ছেড়ে ওই তিন জন পালিয়ে যায়। এরপরে অভিনেতাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু তাঁকে পরীক্ষা করে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।’
পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু এখনও ওই তিনজনের মধ্যে কাউকে শনাক্ত করতে পারা যায়নি। তবে জনির মা স্কারলেটের বিশ্বাস, খুব তাড়াতাড়ি ধরা পড়বে ওই তিন ব্যক্তি।