গোপনে দ্বিতীয় বিয়ে সারলেন ফারুকী, পাত্রী কে?
‘বিগ বস’ এর ১৭তম সিজন বিজয়ী ভারতীয় কমেডিয়ান মুনাওয়ার ফারুকী ফের বিয়ে করেছেন। গোপনে দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ জানাচ্ছে, পাত্রী মেহজাবিন কোটওয়ালা। যিনি পেশায় মেকআপ আর্টিস্ট। ১০-১২ দিন আগেই নাকি বিয়ে সেরেছেন মুনাওয়ার। কিন্তু ২৬ মে মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে বসেছিল তাঁদের বিবাহোত্তর সংবর্ধনার আসর।
এর আগে ‘বিগ বস’ আসরে থাকার সময় অভিনেত্রী আয়েশা খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মুনাওয়ার। শোনা গিয়েছিল, আয়েশার সঙ্গেই নাকি বিয়ে করছেন মুনাওয়ার। তবে সেই বিয়ে হয়নি। ২০১৭ সালে জেসমিনকে বিয়ে করেন ফারুকী, তবে ২০২২ সালেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ২০২১ সালের ১ জানুয়ারি ফারুকীকে গ্রেপ্তার করেছিল মধ্যপ্রদেশ পুলিশ।