মন ভালো করতে দেখে নিন ৮ বলিউড সিনেমা
প্রতিদিনের ব্যস্ত কঠিন জীবনে আমরা আজকাল মন খুলে হাসতে প্রায় ভুলেই গিয়েছি। কিন্তু চিকিৎসকরা বলেন, হাসলে মন ভালো থাকে, শরীরে তরতাজা ভাব আসে। তাই দেখে নেওয়া যেতে পারে বলিউডের কয়েকটি দমফাটা হাসির সিনেমা, যা নিজের অবসর সময় কিংবা কঠিন সময়ের উপযোগীও বটে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী।
গোলমাল
ফান আনলিমিটেড : রোহিত শেট্টি পরিচালিত ২০০৬ সালের চলচ্চিত্রটি একটি স্ল্যাপস্টিক কমেডিতে পরিণত হয়, যা সবাই উপভোগ করে। এটি একগুচ্ছ মজার দৃশ্য নিয়ে হাজির হয়, যা দর্শকদের মন জয় করে।
ধামাল
২০০৭ সালের চলচ্চিত্রটি কমেডি মহাবিশ্বের একটি রত্ন হিসাবে বিবেচিত হয়। ইন্দ্র কুমারের পরিচালনায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, রীতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি, আশিস চৌধুরী, জাভেদ জাফরি, আসরানি, সঞ্জয় মিশ্র এবং বিজয় রাজ। এটি অর্থের জন্য মরিয়া চার পুরুষের উপর ফোকাস করে। গোয়া যাওয়ার পথে প্রতিটি দৃশ্য এবং প্রতিটি মুহূর্ত মজার।
হাঙ্গামা
এই তালিকায় হাঙ্গামা ছাড়া তালিকা সম্পূর্ণ হবে না। প্রিয়দর্শনের হাঙ্গামা ভিডিওকন (অক্ষয় খান্না) এবং নান্দু (আফতাব শিবদাসানি) থেকে জিতুর মধ্যে কাল্পনিক লড়াইয়ের দৃশ্য থেকে শুরু করে রাজপাল যাদব সেই সস্তা হোটেলে চেক করার সময় পর্যন্ত অসংখ্য কমেডি দৃশ্য রয়েছে।
খাট্টা মিঠা
এই সিনেমাটি একজন নির্মাতা এবং তার হাস্যকর এনকাউন্টারের গল্প বর্ণনা করে। সিনেমাতে এমন অনেক দৃশ্য রয়েছে, যা চরম হাস্যকর। অক্ষয় কুমার, রাজপাল যাদব ও জনি লিভার রয়েছেন এই সিনেমার মুখ্য চরিত্রে।
কাপুর অ্যান্ড সন্স
আলিয়া ভাট, ফাওয়াদ খান এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত এই সিনেমা কমেডি হিসেবে বিশেষভাবে নজর কাড়ে সকলের।
ঢোল
তুষার কাপুর, শারমন যোশী, কুণাল খেমু, রাজপাল যাদব ও প্রয়াত ওম পুরি অভিনীত চলচ্চিত্র থেকে একটি কমেডি দৃশ্য বেছে নেওয়া কঠিন। এটি চারজন লোকের গল্প বলে যারা পাশের বাড়ির একটি মেয়ের সঙ্গে প্রেমের চেষ্টা করে। আর সেই থেকেই সৃষ্টি হয় একের পর এক কমেডি দৃশ্য।
দিল্লি বেলি
চলচ্চিত্রটি একটি ডার্ক কমেডি গল্প নিয়ে আসে এবং কমেডি জনারে একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। ইমরান খানসহ প্রমুখ রয়েছেন এই সিনেমাতে।
হেরা ফেরি
সিনেমাটি সর্বকালের সেরা বলিউড কমেডি চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। এটি কমেডি জনারের উপর অক্ষয় কুমারের আধিপত্যই প্রতিষ্ঠা করেনি, পাশাপাশি পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টির সঙ্গে তার বন্ধুত্বকেও দেখিয়েছে সমান তালে।