ভোটে জয়ী হয়ে সোশ্যাল মিডিয়ায় কী বার্তা দিলেন কঙ্গনা?
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত এবার ভারতের হিমাচল প্রদেশের নির্বাচনি আসনে জয় পেয়েছেন। হিমাচলে নিজের শহর মান্ডি থেকে এই বছর প্রার্থী হয়েছিলেন তিনি। বিজেপির এই প্রার্থী পাঁচ লাখ ৩৭ হাজার ২২ ভোট পেয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বিক্রমাদিত্য সিং পেয়েছেন চার লাখ ৬২ হাজার ভোট। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এদিন জয়ের পর ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, মান্ডির মানুষকে আমার ভালবাসা। আমি কৃতজ্ঞ। আপনাদের ভালবাসা ও বিশ্বাসের জন্য ধন্যবাদ। এই জয় সকলের। এই জয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জির। ভারতীয় জনতা পার্টির জয়। এই জয় সনাতন ধর্মের জয়!
কঙ্গনার এই পোস্টের নিচে তাঁর ভক্তদের মন্তব্যের ঢল নামে। কেউ লিখলেন, কুকথা বলা মানুষেরা কোথায় গেলেন? আবার কেউ লিখলেন, রানি জিত গ্যায়ি। কেউ আবার লিখলেন, মাণ্ডির রানির জয়।
কিছুদিন আগেই কঙ্গনা রানাউতের উদ্দেশ্যে বলা হয়েছিল তিনি নাকি নির্বাচনের পরই সবকিছু গুছিয়ে মুম্বাই চলে যাবেন। সেই কটাক্ষের উত্তর এবার দিলেন মান্ডির বিজেপি প্রার্থী। এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘একজন নারীকে নিয়ে উল্টোপাল্টা বলার পরিণাম ওদের ভোগ করতেই হবে। আর সেটার প্রথম ঝলক এদিন আমি এগিয়ে থেকে বুঝিয়ে দিলাম। মান্ডি তার মেয়েদের অপমান মেনে নেবে না।’