ঈদে সিনেমা হলে আসছে ‘আগন্তুক’
ঈদুল আজহার ঠিক সপ্তাহ খানেক আগে মুক্তির তালিকায় এলো পূজা চেরি অভিনীত সিনেমা ‘আগন্তুক’। ফলে ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’, ‘ডার্ক ওয়ার্ল্ড’, ‘রিভেঞ্জে’র সঙ্গে ‘আগন্তুক’ও সিনেমা হলে দেখতে পাবেন দর্শকরা। এর ফলে আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে সর্বমোট পাঁচটি সিনেমা।
খবরটি নিশ্চিত করে সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, এ বছরের ভ্যালেন্টাইনে মুক্তি দিতে চেয়েছিলাম। এবার আমাদের আরেক ছবি ‘জংলি’ মুক্তির কথা ছিল। শেষ করতে না পারায় রেডি থাকা সিনেমা আগন্তুক ঈদে মুক্তি দিচ্ছি।
সোমবার আগন্তুক আনকাট সেন্সর পেয়েছে। তাই মুক্তিতে বাঁধা নেই উল্লেখ করে প্রযোজক ও পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ইতোমধ্যে আলাপ করেছি। ‘আগন্তুক’ তারা প্রদর্শন করবেন বলে জানিয়েছেন।
সুমন ধর পরিচালিত আগন্তুক সিনেমায় পূজা চেরী ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ। জানা যায়, দুবছর আগেই এর শুটিং শেষ হয়। পোস্ট প্রডাকশন সম্পন্ন না হওয়া এতোদিন ‘আগন্তুক’র মুক্তি আটকে ছিল।