নেট দুনিয়ায় তাহসানের বিয়ের ছবি ভাইরাল
নতুন খবরে ভক্তদের চমকে দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবরে।
শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই সামাজিক পাতায় তাহসান ও রোজার বিয়ের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে।
গায়ে হলুদের বেশ কিছু ছবি শেয়ার নানা জনে প্রিয় গায়ককে উইশ করছেন। এইসব ছবি দিয়ে গণমাধ্যমে নিউজও হয়েছে। সেখানে জানানো হয়েছে পাত্রীর পরিচয়ও।
আজ শনিবার সকাল ১১টা ২০ মিনিটে তাহসান বিয়ের খবর নিশ্চিত করেছেন। বিয়ের বিষয়টি জানিয়ে বলেন, হ্যাঁ বিয়ের খবরটা সত্যি। একটা ঘরোয়া আয়োজনের মধ্যেই বিয়েটা করেছি, সেখানে এ ছবিগুলো তোলা। তবে আমি বিস্তারিত একটু পরে জানাতে চাই।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা। লেখাপড়া শেষেই তিনি কসমেটোলজি লাইসেন্স নিয়েছেন। পরে নিউ ইয়র্কের কুইনসে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামের একটি প্রতিষ্ঠান দিয়েছেন। গেল এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্রাইডাল মেকআপ শিল্পী হিসেবে তিনি পরিচিত। পাশাপাশি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে তিনি উদ্যোক্তা হতে সহায়তা করেছেন।
দেশের বিনোদন শিল্পজগতে অন্যতম খ্যাতিমান ব্যক্তিত্ব তাহসান খান। তিনি একাধারে গীতিকার, অভিনেতা, টেলিভিশন উপস্থাপক ও শিক্ষক। ব্ল্যাক নামের একটি ব্যান্ডের মাধ্যমে নিজের সংগীত-ক্যারিয়ারের যাত্রা শুরু করেন তাহসান। পরে নিজের ক্যারিয়ারকে সাফল্যের চূড়ায় নিয়ে যান তিনি।