সৃজিতের বুকে প্রাক্তন, মিথিলা কোথায়?
বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে চার বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জী। বর্তমানে এই সংসার ঠিকে আছে কি না নেই তা নিয়ে আছে বিস্তর গুঞ্জন।
কান পাতলে শোনা যায়, সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না মিথিলা। এমনকি কলকাতায়ও খুব একটা যান না তিনি। যদিও এই প্রসঙ্গে এই দুই তারকা মুখে কুলুপ এটেছেন।
সৃজিতের সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্টে টালিউড অভিনেত্রী ঋতাভরীকে নিয়ে একটি ছবি ভাগ করেছেন। সেই ছবিতে দেখা যায়, সৃজিতের বুকে মাথা রেখেছেন ঋতাভরী, আর তার সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন পরিচালক। শুধু কি তাই? পোস্টের ক্যাপশনে সাহিত্যিক ভাষায় সৃজিত লেখেন, ‘জমাখরচ হিসেব-নিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?’
বলে রাখা ভালো, একটা সময়ে অভিনেত্রী ঋতাভরীর সঙ্গে সৃজিতের প্রেম নিয়ে চলেছে জোর জল্পনা। আবার ঋতাভরীর গেল জন্মদিনের পার্টিতেও সৃজিতের উপস্থিতি ছিল উজ্জ্বল। কেক খাওয়ানো থেকে দুজনের একসঙ্গে ছবি তোলা-বাদ যায়নি কিছুই।