অনিয়মিত মাসিক কী, কখন ডাক্তারের কাছে যাবেন
মাসিক নারীর নিয়মিত শারীরবৃত্তীয় অবস্থা। কিন্তু অনেকেই অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে অনিয়মিত মাসিক সম্পর্কে বলেছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হসপিটালের গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. শাহীন রহমান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
অনিয়মিত মাসিক বলতে কী বোঝায়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. শাহীন রহমান চৌধুরী বলেন, অনিয়মিত থেকেই বুঝতে পারছি যেটা নিয়মের মধ্যে ছিল, সেটা চলে গেছে। এখন অনিয়মটা কত দিন পরপর হচ্ছে, সেটার ওপর অনিয়ম হতে পারে; আবার মাসিক হলে যে কদিন থাকার কথা, তার চেয়ে বেশিও হতে পারে, তাতেও হতে পারে। আবার মাসে দুবারও হতে পারে। আবার এমন হতে পারে যে দুই-তিন মাস পরপর হচ্ছে। আরেকটা জিনিস এটার সাথে যুক্ত করতে হবে, বয়সটা কী। প্রথম মাসিক হওয়ার পর তাঁর মাসিকের প্যাটার্ন ডিফারেন্ট হবে। আবার যে হয়তো মেনোপজের কাছাকাছি চলে এসেছে, তার প্যাটার্নটাও একটু ডিফারেন্ট হয়ে আসবে। আর ইন বিটুইন যেটা, সেটা আমরা এক্সপেক্ট করব যেন প্রতি মাসে হবে, একটি নির্দিষ্ট সময়ে হবে, নির্দিষ্ট পরিমাণ যাবে; এটার বাইরে যখন চলে আসবে, তখন আমরা ওই গ্রুপটাকে বলছি অনিয়মিত মাসিক।
সঞ্চালকের আরেক প্রশ্নের জবাবে ডা. শাহীন রহমান চৌধুরী বলেন, একজন মেয়ে যখন আমাদের কাছে আসে... মাসিক হয়েছে, এখন কদিন থেকে এলোমেলো। প্রথম মাসিক হওয়ার পরে যে একজন মেয়ের... ১১ বা ১৪ বছরের মধ্যে মাসিক হলো, তার কিন্তু অনিয়মিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ আমরা জানি মাসিকটা ব্রেইন থেকে একটা কন্ট্রোলিং সিস্টেমে ওভারিতে কাজ করে তার পরে ইউটেরাস থেকে মাসিকটা হচ্ছে। প্রথম দিকে এই যে কমিউনিকেশন, ব্রেইনটাও ক্যাচ করতে পারে না। কিছুটা সময় নেয়। এ সময়ে মাকে রিঅ্যাসিউর করাটাই সবচেয়ে ইমপরট্যান্ট।
অনিয়মিত মাসিক কী, কেন হয় এবং সমস্যা হলে প্রতিকার কী, এ সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।