আঘাতের কারণে ডায়াবেটিক ফুট হয়?
বাংলাদেশের অনেকেই ডায়াবেটিসজনিত নানান জটিলতায় ভুগছেন। আমাদের কাছে পরিচিত একটি শব্দবন্ধ ডায়াবেটিক ফুট। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ডায়াবেটিক ফুট বিষয়ে বিস্তারিত বলেছেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে ভাসকুলার সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সাকলায়েন রাসেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
অনেকে যেটি মনে করে, শুধু আঘাতজনিত সমস্যা থেকে ডায়াবেটিক ফুট হচ্ছে, এ বিষয়টি কতটুকু সত্য? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. সাকলায়েন রাসেল বলেন, কিছুটা। কারণ হলো যে ডায়াবেটিক রোগী অল্পতেই আঘাত পায়। এই যে আঘাতটা পায়, সে টের পায় না। কারণ, বোধ নেই। মাকে মেয়ে নিয়ে এসেছে, কী হয়েছে, মায়ের পায়ে গ্লাস ঢুকে গেছে, মা টের পায়নি। এই টের না পাওয়ার কারণে উনি যত্রতত্র আঘাত পান। উনি বোঝেন না, এটাকে ইগনোর করেন।
ডা. সাকলায়েন রাসেল যুক্ত করেন, আপনি শুনলে অবাক হবেন, বাংলাদেশের মানুষেরা যখন হজে যান, ফুল বডি চেকআপ লাগে, পায়ের কোনও চেকআপ লাগে না। এখন বয়স্ক মানুষ হজে গেছে। এঁদের অনেকের ডায়াবেটিস থাকে। পায়ে তো বোধ নেই। এখন হজ করতে গিয়ে তিনি গরম ইটের মধ্যে দাঁড়িয়ে আছেন, মাঠের মধ্যে দাঁড়িয়ে আছেন। একটু গরম লেগে পায়ে ফোসকা পড়ে। উনি টের পান না। মনে করেন, হজটা শেষ করে ডাক্তারের কাছে যাই। তারপর হজের মাঝখানে গিয়ে যখন বেশি অসুস্থ হন, তখন ব্যাক করেন... ২০১৯ সালে সর্বোচ্চ ২২ জনের পা কাটার মতো ঘটনা পেয়েছি। তারমধ্যে একজন ডাক্তারও ছিলেন। কেন বলছি, হজে গিয়ে একজন মানুষ গড়ে ৪৮ কিলোমিটার হাঁটে। যে পা দিয়ে হাঁটবেন, সে পায়ের চেকআপ নেই। সে জন্য আমি সরকারের কাছে সব সময় আবেদন করি যে যাঁরা হজে যাচ্ছেন, প্লিজ, তাঁদের পা-টা একজন চেকআপ করে দেখেন ঠিক আছে কি না। এটা ফরমের মধ্যে ইনক্লুড করেন।
ডায়াবেটিক ফুট সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।