ওভারিয়ান সিস্ট কী, জেনে নিন উপসর্গ
ওভারিতে বিভিন্ন ধরনের সিস্ট হয়। অনেক নারীই ওভারিয়ান সিস্ট সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জেনে নেব ওভারিয়ান সিস্ট কী এবং এর উপসর্গগুলোই বা কী কী।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ওভারিয়ান সিস্ট ও এর উপসর্গ সম্পর্কে বলেছেন পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জয়শ্রী সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আওয়ার স্বাক্ষর।
ওভারিয়ান সিস্ট কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জয়শ্রী সাহা বলেন, সিস্ট মানে এক ধরনের টিউমার। আমরা জানি, টিউমার ভালো ধরনের হতে পারে আবার খারাপও হতে পারে। খারাপ বলতে আমরা বুঝি ক্যানসার। কিন্তু ওভারিয়ান সিস্ট বলতে ভালো ধরনের টিউমারকে বোঝায়। সিস্ট মানে হলো পানির থলি। ওভারির মধ্যে যখন বিভিন্ন কারণে পানি জমে অথবা পানির থলির মতো তৈরি হয়, সেটাকে আমরা বলি ওভারিয়ান সিস্ট।
ওভারিয়ান সিস্ট কত বছর বয়স থেকে ধরা পড়ে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জয়শ্রী সাহা বলেন, ওভারিয়ান সিস্টের কোনও বয়সসীমা নেই। আমি বলব, পিউবার্টির আগেও কিন্তু মেয়েরা ওভারিয়ান সিস্ট নিয়ে চলে আসে। মানে বয়ঃসন্ধিকালের আগে, যে মেয়েটার মাসিক হয়নি এখনও, সেও কিন্তু ওভারিয়ান সিস্ট নিয়ে আসতে পারে। আবার মেনোপজের পরে, মহিলাদের যখন মাসিক একদম বন্ধ হয়ে যায়, তাঁদেরও ওভারিতে সিস্ট ফরমেশন হতে পারে। আর রিপ্রোডাকটিভ মেয়েদের মধ্যে তো বিভিন্ন ধরনের সিস্ট আমরা দেখতে পাই। এটা আসলে কী কী ধরনের সিস্ট, সে অনুযায়ী ভ্যারি করে। বয়সসীমা ফিক্সড নেই।
কী কী লক্ষণে একজন নারী বুঝবেন তিনি ওভারিয়ান সিস্টজনিত রোগে ভুগছেন, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জয়শ্রী সাহা বলেন, ওভারিয়ান সিস্ট যে সব সময় সিম্পটম প্রডিউস করবে, তা নয়। অনেক ক্ষেত্রে এটা ইনসিডেন্টাল ডায়াগনসিস হতে পারে। যেমন হয়তো পেশেন্ট তলপেটে সামান্য ব্যথা নিয়ে এসেছে। আমরা যখন আলট্রাসনোগ্রাফি করি, তখন দেখলাম যে তার ওভারিতে একটা সিস্ট হয়ে বসে আছে। আর সিস্টটা কী ধরনের, তার ওপর রোগের লক্ষণ ভ্যারি করে। খুব কমন যে লক্ষণ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে, সেটা হলো পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারিতে দেখা যায় রোগের লক্ষণ থাকে অনিয়মিত মাসিক, দেরি করে মাসিক হয়। যেটা প্রতি মাসে হওয়ার কথা, সেটা দেড় মাস, অনেক ক্ষেত্রে তিন-চার মাস বা ছয় মাস পরপর মাসিক হয়। তখন ওভারিতে সিস্ট ফরমেশন হতে পারে।
ওভারিয়ান সিস্ট কী এবং এর উপসর্গগুলোই বা কী কী, এ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।