কীভাবে নবজাতক শিশুর যত্ন নেবেন
জন্মগ্রহণ করার পরে যে কোনও শিশুকে নবজাতক শিশু বলা হয়। নবজাতকের আদর্শ খাবার কেবল মায়ের দুধ। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব কীভাবে নবজাতক শিশুর যত্ন নেবেন।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ বিষয়ে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজনীন আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
নবজাতক শিশুর যত্ন বলতে কোন কোন বিষয়গুলো পড়ছে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. নাজনীন আক্তার বলেন, নবজাতক একটি নতুন অতিথি, যাকে ঘিরে অনেক স্বপ্ন। নবজাতকের যত্ন বা এই সময়ের কথা প্রথমে বলতে চাচ্ছি আমি। মানে নবজাতক সময়টা কখন। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রথম ২৮ দিন বয়স, এ সময়টাকে আমরা বলে থাকি নিউবর্ন বা নবজাতক। এ সময়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ, এ সময়টাতে নবজাতকের মৃত্যুহার আমাদের দেশে, মানে আন্ডার ফাইভ যে মর্টালিটি, পাঁচ বছরের নিচে যে শিশুদের মৃত্যু, তার মধ্যে সবচেয়ে বেশি এই নবজাতক সময়টায়।
ডা. নাজনীন আক্তার বলেন, এ সময়টাতে যত্ন খুবই গুরুত্বপূর্ণ। কারণ, জটিলতা সব এ সময়ে ঘটে। নতুন শিশুর রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে না। তাই শুরুতেই যেটা হয়, একটা শিশু দুনিয়াতে আসছে, তার আসার প্রস্তুতি অনেক আগে থেকে থাকতে হবে। নয় মাস যে মায়ের গর্ভে ধারণ করে, এ সময়টাতেই প্রস্তুতি শুরু করতে হবে। আমরা চাই সব সময় ডেলিভারিটা হতে হবে স্পেশাল কোনও হ্যান্ডসের মাধ্যমে। সেটা হাসপাতালে হতে পারে, ক্লিনিকে হতে পারে, যে কোনও ট্রেইনড দাইয়ের মাধ্যমে বাসায়ও হতে পারে। তবে যখনই হোক, হওয়ার সাথে সাথে একটা শিশু কান্না করবে। এটা অবশ্যই এক মিনিটের মধ্যে হতে হবে। এক মিনিটের পরে নয় কখনও। এ জন্য এটাকে বলা হয় গোল্ডেন মিনিট।
ডা. নাজনীন আক্তার যুক্ত করেন, যখনই একটা শিশু কান্না করবে, বুঝতে পারব শিশুটি ভালো আছে। এর পরেই যে ব্যাপার থাকে, সেটা হলো নাড়ি কাটা। আগে কী করত, আগে নাড়ি কাটার জন্য বাঁশের কঞ্চি জাতীয় জিনিস ব্যবহার করা হতো। অথবা মরিচা ধরা ব্লেড বা কিছু। যা হোক এটা হতে হবে স্টেরাইল ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে নাড়িটা কাটতে হবে। এরপর নাড়িটা বাঁধার ব্যাপার। এখন যেমন কর্ড ক্লাম্প আছে, যেটা বাজারে পাওয়া যায়। এর দাম খুব কম। এটা ব্যবহার করতে পারে সবাই। নইলে নাইলনের লাল-সাদা যে দড়িগুলো আছে, এটা দিয়ে দুইটা বাঁধন দিতে হয়। এটা ট্রেইনড দাই করতে পারেন। আর যদি হাসপাতালে হয়, তাহলে বিশেষজ্ঞ ডাক্তার বা নার্সের হাতেই হতে পারে। সুতাটা হতে হবে স্টেরাইল। এরপর কথা হচ্ছে শিশুটি খাবে কী। প্রথম খাদ্যই হবে মায়ের শালদুধ। এটা আধাঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে শিশুটিকে দিয়ে দেব।
নবজাতক শিশুর যত্ন সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।