কুসংস্কার দূর করে জানুন জন্ডিসের সঠিক প্রতিকার
জন্ডিস একটি সাধারণ সমস্যা। জীবনের কোনও না কোনও সময় আমরা এতে আক্রান্ত হই। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জন্ডিস কী ও তার প্রতিকার সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে জন্ডিস কী ও তার প্রতিকার সম্পর্কে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক এবং হেপাটোলজি ও লিভার বিভাগের প্রধান ডা. ফারুক আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
জন্ডিস বলতে কী বোঝায়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, জন্ডিস আসলে কোনও রোগ নয়, এটি বিভিন্ন অসুখের একটি লক্ষণ। যদি কারও রক্তের মধ্যে বিলুরুবিনের মাত্রা বেড়ে যায়, সাধারণত দুইয়ের ওপরে উঠলে বা তিনের কাছাকাছি হলে তখন তার মল বা চোখের বর্ণ হলুদ ধারণ করে। সহজ বাংলায় এটিকে আমরা জন্ডিস বলে থাকি।
জন্ডিস হলে আমরা অনেক ধরনের ম্যাল-ট্রিটমেন্ট বা অপচিকিৎসা নিতে দেখি এখনও। সেটি যদি একটু বলতেন যে অপচিকিৎসা কী কী নিতে দেখেছেন এবং প্রপার ট্রিটমেন্ট বা সায়েন্টিফিক মেথডে আমরা যে চিকিৎসাগুলো করে থাকি বা রেস্ট করতে বলি, সেগুলো কী ধরনের। দুটোর ডিফারেন্স একটু বলবেন। সঞ্চালকের এ কথার জবাবে অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, লিভারের অসুখের কারণে যে জন্ডিসটা হয়, তাদের মধ্যে স্বল্পমেয়াদি যে জন্ডিস হয়, হেপাটাইসিস যেটা হয়, হেপাটাইসিস এ বা ই দিয়ে... এটি দূষিত পানিবাহিত রোগ। অর্থাৎ দূষিত পানিতে আক্রান্ত কোনও ব্যক্তি, যারা এ ভাইরাসে আক্রান্ত, তাদের যদি মল সংস্পর্শে... এটা যদি কেউ কোনও কারণে... যেমন সুয়ারেজের কারণে আমাদের খাবারের পানির সাথে মিশে যায়, তাহলে দেখা গেছে যে এই ভাইরাসজনিত কারণে তার জন্ডিস বা হেপাটাইটিস দেখা দেয়। এটি সাধারণ দুই থেকে চার সপ্তাহ বা বড়জোর ছয় সপ্তাহের মধ্যে রোগী সম্পূর্ণ আরোগ্যলাভ করে।
ডা. ফারুক আহমেদ বলেন, এই সময়ে স্বাভাবিক খাওয়াদাওয়া, কিছুটা বিশ্রাম; যেহেতু শারীরিক দুর্বলতা থাকে। এতে কোনও প্রকার সক্রিয়তা ছাড়াই রোগী সুস্থতা লাভ করে। যদিও এক থেকে দুই শতাংশের মধ্যে অসুবিধা দেখা দেয়, তাদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়। যারা এই রোগে আক্রান্ত হলেন, তাদের যদি কোনও চিকিৎসা নাও করা হয়, তাহলে তারা দুই থেকে চার সপ্তাহ পরে ভালো হয়ে যাবেন। এই রোগীদের কিছু কিছু অপচিকিৎসার মাধ্যমে, তাদের মালা পরানো, হাত ধোয়ানোর মতো চিকিৎসা করা হয়। সে যে সুস্থ হচ্ছে, তখন তারা ধরে নেয় যে মালা পরানোর জন্য বা হাত ধোয়ানোর জন্য সুস্থতা লাভ করছে বা হাত ধোয়ানোর মাধ্যমে জন্ডিস বের হয়ে যাচ্ছে। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা।
জন্ডিস কী, এর কারণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।