খিঁচুনি কী, কেন হয়ে থাকে
অনেকেই খিঁচুনি রোগে আক্রান্ত। অনেকে একে মৃগী রোগ বলে থাকে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে খিঁচুনি কী, কেন হয় এবং এর কারণ কী, সে সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে খিঁচুনি ও তার প্রতিকার সম্পর্কে বলেছেন ঢাকার মুগদা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. নাজমুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
খিঁচুনি কী, এটি কেন হয়ে থাকে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. নাজমুল হক বলেন, আমাদের মস্তিষ্কে যে কোষ আছে, নিউরোন, তার ইলেক্ট্রিক্যাল অ্যাকটিভিটির অ্যাবনরমালিটির জন্য খিঁচুনি হয়। তখন আমাদের শরীরের যে কোনও একটি অংশ অস্বাভাবিক নাড়াচাড়া করে, যেটা রোগীর নিজের নিয়ন্ত্রণে থাকে না। খিঁচুনি যে সময়টুকুতে হয়, এ সময় বেশির ভাগ রোগীর সেন্সও থাকে না। সে হয়তো বসে আছে, তার হাত-পা কাঁপছে, কিন্তু এটি তার নিয়ন্ত্রণে নেই এবং চারপাশের সাথে তার যোগাযোগও নেই। বসে আছে ঠিকই, কিন্তু জ্ঞান স্বাভাবিক থাকে না।
খিঁচুনির কারণ আসলে কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. নাজমুল হক বলেন, খিঁচুনি অনেক কারণে হতে পারে। মস্তিষ্কের বিভিন্ন রোগেও খিঁচুনি হয়। অনেক সময় মস্তিষ্কের রোগ ছাড়াও খিঁচুনি হয়। যেমন কারও জ্বর এলে খিঁচুনি হয়। বিশেষ করে বাচ্চাদের জ্বর এলে খিঁচুনি হয়। অনেকের শরীরে লবণ সোডিয়াম পটাসিয়াম কমে গেলে বা একটু বেড়ে গেলেও খিঁচুনি হতে পারে। অনেক সময় ডায়াবেটিস রোগীদের সুগার কমে গেলে বা সুগার অনেক বেশি বেড়ে গেলেও খিঁচুনি হতে পারে। এ ছাড়া মস্তিষ্কের যে কোনও রোগ, যেমন ব্রেইন টিউমার, স্ট্রোকেও খিঁচুনি হয়। অনেক মানুষ আছে, যাদের কোনও কারণ ছাড়াই বারবার খিঁচুনি হতে থাকে, যাদের আমরা মৃগী রোগী বলি। এদের নির্দিষ্ট কোনও কারণ নেই, কিন্তু বারবার খিঁচুনি হতে থাকে।
খিঁচুনি ও মৃগী রোগ কি একই, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. নাজমুল হক বলেন, আসলে খিঁচুনি ও মৃগী রোগ দুটি একই না। খিঁচুনি অনেক কারণে হতে পারে। যেমন একটা বাচ্চার জ্বর এলো, সেখান থেকে খিঁচুনি হলো। ও কিন্তু মৃগী রোগী না। বা একজন ডায়াবেটিস রোগী, সুগার কমে গেল, সেখান থেকে খিঁচুনি হলো। সেও কিন্তু মৃগী রোগী না। মৃগী রোগী হচ্ছে সে-ই, যার কোনও কারণ ছাড়া বারবার খিঁচুনি হয়।
মৃগী রোগ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।