গর্ভাবস্থার আগে একজন নারীর করণীয় কী কী
মাতৃত্ব বা পিতৃত্বের স্বাদ কে না পেতে চায়। কিন্তু সন্তান নেওয়ার আগে প্রস্তুতি জরুরি। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে গর্ভাবস্থায় করণীয় সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে গর্ভাবস্থায় করণীয় সম্পর্কে বলেছেন রাজধানীর মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারের গাইনি ও বন্ধ্যত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাসরীন সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
গর্ভাবস্থা হওয়ার পরে কি একজন মাকে সচেতন হতে হবে, না কি আগেই এ প্রক্রিয়া শুরু হয়ে যায়; সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. নাসরীন সুলতানা বলেন, আমাদের দেশে যে গর্ভবতী মায়েরা আমাদের কাছে সাধারণত আসে, বেশির ভাগই দেখা যায় যে গর্ভাবস্থায় আসে। তবে ইদানীং যারা একটু বেশি কনসাস, যাদের কিনা আগে থেকেই জটিলতা ছিল কিংবা সে কিছু বিষয়ে কনসার্ন; তো তারা দেখা যায় যে আগে আসে। তবে এটা ঠিক যে অবশ্যই যদি আগে আসে, যে কোনও কিছু যদি আমরা পরিকল্পনা করে করি, তাহলে তার আউটকাম ভালো হয়। প্রেগন্যান্সিও সে রকম।
ডা. নাসরীন সুলতানা বলেন, আমরা যদি আগে থেকে প্ল্যান করি যে অমুক মাস থেকে সে প্রেগন্যান্ট হবে, তাহলে সে ক্ষেত্রে আমরা যেটা করি, এটাকে আমরা প্রি-কসসিভশনাল কাউন্সেলিং বলি। এখানে আমাদের টার্গেট থাকে যে গর্ভাবস্থার জন্য মেয়েটা ফিট কি না। কিছু তার হিস্ট্রি নিই। কিছু তার শারীরিক পরীক্ষা করি। কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জেনে যাই সে গর্ভাবস্থার জন্য ফিট কি না। এখানে উল্লেখ্য, কিছু কিছু রোগ আছে, যেগুলোর আগে থেকে যদি ট্রিটমেন্ট করে নিই, কন্ট্রোল অবস্থায় নিয়ে আসি, তারপর প্রেগন্যান্সি হলে তার জটিলতাগুলো কম হয়। এ ক্ষেত্রে উল্লেখ্য ডায়াবেটিস। যদি মায়ের ডায়াবেটিস থাকে, তার ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে তো কথাই নেই। নিয়ন্ত্রণে থাকলেও অনেক ধরনের জটিলতা হয়। এবং সে জটিলতাগুলো একদম প্রথম থেকে শুরু হয়। আরলি প্রেগন্যান্সি লস থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ডেট যখন হয়ে যায়, তখনও দেখা যায় বাচ্চার কোনও না কোনও অসুবিধা হচ্ছে। এই অসুবিধাগুলো যাতে না হয়, সে জন্য আমরা যদি ডিটেক্ট করতে পারি... অনেক সময় মা জানেও না যে তার ডায়াবেটিস আছে। সে জেনে গেল। তাকে কিছু ওষুধপত্র দিয়ে কন্ট্রোল করে নিলাম। তারপর সে প্রেগন্যান্ট হলো।
গর্ভাবস্থায় করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।