জরায়ুতে কোন কোন রোগ বেশি হয়
অনেক নারীই জরায়ুতে বিভিন্ন সমস্যায় ভুগছেন। এ সংক্রান্ত বিষয়ে আমরা সাধারণত খুব কম জানি। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জরায়ুতে কোন কোন রোগ বেশি হয়, সে সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে নরমাল ডেলিভারিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটালের গাইনি ও অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. বেনজীর হক পান্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
অনেক নারী জরায়ুতে বিভিন্ন রোগ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। সেই সংখ্যাটি আগের তুলনায় অনেক বেশি। সে ক্ষেত্রে আপনার কাছ থেকে জেনে নিতে চাই, জরায়ুতে কোন রোগগুলো বেশি হয়ে থাকে। সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে ডা. বেনজীর হক পান্না বলেন, জরায়ুর সমস্যার কথা বলার আগে যদি রোগীর বয়সটার কথা চিন্তা করি, কোন বয়সে কী কী সমস্যা নিয়ে আসে, তাহলে এটাকে সহজে ব্যাখ্যা করা যাবে। যেমন একটা গ্রুপ আছে, যেটা অ্যাডোলেসেন্ট গ্রুপ। অ্যাডোলেসেন্ট গ্রুপটার মেইন প্রবলেম থাকে পিরিয়ড হচ্ছে না। হলে দেরি করে হচ্ছে কিংবা পরিমাণ বেশি যাচ্ছে। অথবা প্রতি মাসে দুবার হয়ে যাচ্ছে। এই গ্রুপটার কাছে আমরা পিরিয়ডের প্রবলেম বা অনিয়মিত মাসিকের সমস্যা বেশি পেয়ে থাকি। আরেকটা প্রবলেম ইদানীং বেশি শোনা যাচ্ছে, সেটা হলো পিসিওএস বা পলিসিস্টিক ওয়ারিয়ান ডিজিজ। খুব মুটিয়ে যাচ্ছে, পিরিয়ড হচ্ছে না, গায়ে ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে। এই গ্রুপটাকে আমরা অ্যাডোলেসেন্ট দলে পাচ্ছি।
ডা. বেনজীর হক পান্না বলেন, রিপ্রোডাক্টিভ এজ, যেটা ১৮-২০ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত; এই গ্রুপটাতে পিরিয়ডের প্রবলেমের পাশাপাশি যেগুলো পাই, জরায়ুর টিউমারের ব্যাপারটা আসে, ফাইব্রয়েড, ফার্টিলিটির প্রবলেম, কিছু কিছু ক্ষেত্রে জরায়ুর ক্যানসার ইত্যাদি। এই গ্রুপটার কাছে আমরা প্রধানত পিরিয়ড, ইনফার্টিলিটি, টিউমার, ক্যানসার ইত্যাদি রোগ পাই।
জরায়ুর বিভিন্ন রোগ সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।