দীর্ঘদিন পায়খানা কষা হলে শিশুর কী কী সমস্যা হয়
অনেক শিশুই কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত। অনেকের আবার পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব, দীর্ঘদিন পায়খানা কষা হলে শিশুর কী কী সমস্যা হয়।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে শিশুদের কোষ্ঠকাঠিন্য ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত বলেছেন শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল আজিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
কোনও একটি সমস্যা যদি দীর্ঘমেয়াদে থাকে, শিশুদের এই যে পায়খানার সাথে রক্ত যাওয়ার সমস্যা বা কোষ্ঠকাঠিন্য, এটি যদি দীর্ঘমেয়াদে থাকে কী ধরনের সমস্যা হতে পারে; সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আব্দুল আজিজ বলেন, দীর্ঘদিন যদি কোষ্ঠকাঠিন্য থাকে, পায়খানার রাস্তা কেটে গেলে শুকাবে না। পেটের নাড়ি, যেটা রেক্টাম বা সিগময়েড কোলন বলি, পায়খানা জমে জমে ডায়লেক্টেড হয়ে যায়। ডায়লেক্টেড হলে ওর যে মুভমেন্টটাতে সমস্যা হয়। সেখানে আরও ডায়লেক্টেশন। পায়খানা জমে জমে একপর্যায়ে হেমোরয়েড হতে পারে। সে ক্ষেত্রে হয় খাবার দিয়ে নরম করে পায়খানা ঠিক করতে হবে অথবা অপারেশন করে ঠিক করতে হবে।
ডা. আব্দুল আজিজ বলেন, ইন্টাসসাসসেপশন হলে হলে যত দ্রুত সম্ভব ট্রিটমেন্টে যেতে হবে। তিন দিন পার হয়ে গেলে দেখা যাবে তখন সেটা নরমালি না খুলে অপারেশন করে ফেলে দিতে হয়। এ রকম প্রত্যেকটা ডিজিজের কিছু সমস্যা থাকে। যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা যায়, রেজাল্ট তত ভালো হবে।
শিশুদের এই যে আপনার পেডিয়াট্রিক সার্জারি করেন, আপনি বলছিলেন, প্রথমে আপনারা পায়খানার রাস্তা বা মলদ্বার দিয়ে চেষ্টা করেন, পরবর্তীতে পেট ফুটো করে কিংবা ওপেন করে এটি করে থাকেন। এগুলোর হসপিটাল স্টে বা পোস্ট অপারেটিভ পিরিয়ডগুলো কেমন হয়, বাচ্চারা কত দিন পর বাসায় ফিরতে পারে, স্বাভাবিক জীবনে ফিরতে পারে বলে আপনি মনে করেন, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আব্দুল আজিজ বলেন, যেমন ধরেন অ্যানাল ফিশার, আপনি যদি অপারেশন করেন, দ্বিতীয় বা তৃতীয় দিন ছুটি দিতে পারি। যদি পলিপ হয়, ভর্তি করারই দরকার নেই।
শিশুর পায়খানা কষা হলে করণীয় সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।