নবজাতক শিশুর গোসল ও চুল কাটার নিয়ম
জন্মগ্রহণ করার পরে যে কোনও শিশুকে নবজাতক শিশু বলা হয়। নবজাতকের আদর্শ খাবার কেবল মায়ের দুধ। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব নবজাতক শিশুর গোসল ও চুল কাটার নিয়ম।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ বিষয়ে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজনীন আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. নাজনীন আক্তার বলেন, অনেকের ধারণা থাকে, বাচ্চাদের গায়ে যে ময়লা, এগুলো গোসলের মাধ্যমে ফেলে দিতে হবে। আসলে তা নয়। আমরা যখন বাচ্চাটাকে শুকনো কাপড় দিয়ে মোড়াচ্ছি, তখনই ওগুলো চলে যাচ্ছে। তার পরে আর গোসলের প্রয়োজন হয় না। গোসল আমাদের করাতে হবে... একটা শিশুর বডির তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা... এটা তৈরি হতে তার কিছুদিন লাগবে। আমরা অন্তত ৭২ ঘণ্টার মধ্যে তাকে আমরা গোসল করাতে বলি না। ৭২ ঘণ্টার পরে তাকে প্রথম গোসল দিতে বলি।
ডা. নাজনীন আক্তার বলেন, যদি প্রিম্যাচিউর বেবি হয়, তাদের আমরা আরেকটু দেরি করি। তাদের ক্ষেত্রে ক্যাঙ্গারু মাদার কেয়ার যেটা, সেটা মেইনটেইন করা হয়; কীভাবে তার তাপমাত্রাটা মেইনটেইন করতে হয়। এ ব্যাপারেও ট্রেইনিং দেওয়া হচ্ছে বাংলাদেশের সর্বত্র। এই গোসলটা ৭২ ঘণ্টা পরে করালে কোনও সমস্যা নেই।
ডা. নাজনীন আক্তার যুক্ত করেন, এর পর বলা হয় বাচ্চার চুলটা কবে ফেলবে। শুরুতেই অনেকের ধারণা থাকে যে খুব দ্রুত ফেলতে হয়। আসলে তা নয়। বাচ্চার শরীরের তুলনায় মাথার এরিয়া বেশি থাকে। এবং মাথাটাকে যদি এক্সপোজ করে ফেলি, চুলটা যদি ফেলে দিই, তাহলে বাচ্চার শরীরের তাপমাত্রা দ্রুত কমে যাবে। ঠাণ্ডা হয়ে যাবে। ঠাণ্ডা হয়ে যাওয়াটা বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ। সে কারণে আমরা বলব, তিন মাসের আগে বাচ্চার চুল ফেলবেন না।
নবজাতক শিশুর গোসল ও চুল কাটার নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।