নবজাতক শিশুর প্রতি মা-বাবার করণীয়
জন্মগ্রহণ করার পরে যে কোনও শিশুকে নবজাতক শিশু বলা হয়। নবজাতকের আদর্শ খাবার কেবল মায়ের দুধ। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব নবজাতক শিশুর প্রতি মা-বাবার করণীয়।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ বিষয়ে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজনীন আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
নবজাতক শিশুর প্রতি মা-বাবার করণীয়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. নাজনীন আক্তার বলেন, যখন দেখা যায় শিশুটি ঠিকমতো বুকের দুধ খেতে পারছে ও তাপমাত্রাও মেইনটেইন করতে পারছে ঠিকভাবে, মানে শিশুটির ভেতর কোনও প্রকার ইনফেকশনের লক্ষণ নেই। এ অবস্থায় বাচ্চাকে ডিসচার্জ দেওয়া হয়। এর পরে মা-বাবা যেটা খেয়াল করবে, তার মধ্যে কোনও ইনফেকশনের লক্ষণ দেখা দিচ্ছে কি না, শিশুটি ঠিকমতো বুকের দুধ টেনে খাচ্ছে। তার মানে বাচ্চাটা ভালো আছে। শিশুটির বিকাশের লক্ষণগুলো ঠিকমতো তৈরি হচ্ছে কি না, এ ব্যাপারে মনোযোগ দিতে হবে।
ডা. নাজনীন আক্তার বলেন, দেখতে হবে বাচ্চাটা চোখে চোখে তাকাচ্ছে কি না... তার চোখটা যেন ঠিক থাকে, সব ইন্দ্রিয়গুলো যেন ঠিকমতো কাজ করে, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি চোখের কোনও সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। দেখা যায়, শিশুটির তিন মাস হয়ে গেল, ঘাড়টা শক্ত হচ্ছে না... ঘাড় শক্ত হতে যদি দেরি হয়, অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
ডা. নাজনীন আক্তার আরও বলেন, শিশু ছয় মাস শুধু বুকের দুধ খাবে। ছয় মাস পর বুকের দুধের পাশাপাশি ঘরের খাবার নরম করে দিতে হবে এবং সেটি পুষ্টিগুণে হতে হবে সুষম।
নবজাতক শিশুর প্রতি মা-বাবার করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।