নরমাল ডেলিভারি কী, জানুন আমাদের ভুল ধারণাগুলো
মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চান না, এমন নারী খুব কমই আছেন। কিন্তু প্রসব সংক্রান্ত বিষয়ে আমরা সাধারণত খুব কম জানি। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে নরমাল ডেলিভারিসহ অন্যান্য বিষয়ে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে নরমাল ডেলিভারি বিষয়ে বলেছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটালের গাইনি ও অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. বেনজীর হক পান্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
সঞ্চালকের এক প্রশ্নের উত্তরে ডা. বেনজীর হক পান্না বলেন, সব ডেলিভারি কিন্তু নরমাল ডেলিভারি না। যখন একটা ডেলিভারি, মানে যখন একটা বেবি জরায়ু থেকে বের হয়ে আসে, সেটা হতে পারে অনেক রক্তক্ষরণের মাধ্যমে, হয়েছে নরমাল কিন্তু রক্তক্ষরণের মাধ্যমে; কিংবা বাচ্চাটার পজিশন ঠিক ছিল না, হয়তো অনেক লম্বা সময় নিয়ে ডেলিভারি হয়েছে; এমন অনেক কিছুকে আমরা নরমাল ডেলিভারি বলতে পারব না। নরমাল ডেলিভারি বলতে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। যেমন একটা নির্দিষ্ট টাইমের পর লেবারটা অনসেট হতে হবে। ৩৫ সপ্তাহে একটি বাচ্চা হয়ে গেল, সে কিন্তু নরমাল ডেলিভারির মধ্যে পড়ে না। তো ৩৭ সপ্তাহ কমপ্লিট হতে হবে। তারপর একটা স্পনটেনিয়াস লেবার পেইন উঠতে হবে... মাথা ছাড়া অন্য প্রেজেন্টেশনও থাকতে পারবে না। যেমন বাচ্চার হাত বের হয়ে গেছে, আমরা হয়তো একে টেনে বের করতে পারব, কিন্তু ওটা নরমাল ডেলিভারির পর্যায়ে পড়ছে না। তার মানে নরমাল ডেলিভারি বলতে হলে আমাদের কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে।
সঞ্চালকের আরেক প্রশ্নের উত্তরে ডা. বেনজীর হক পান্না বলেন, একটা সময় ছিল যখন শুধু নরমাল ডেলিভারি হতো বা ডেলিভারি নরমাল ওয়েতেই হতো। তখন কিন্তু সিজারের কোনও অবকাশ ছিল না। মাঝেমধ্যে একটা-দুটো সিজারিয়ান হতো। সেটার জন্য বড় প্রিপারেশন ছিল। কাটার ভয় ছিল। ডাক্তাররাও ভয় পেত, রোগীরাও ভয় পেত। কিন্তু এখন যেহেতু সচেতনতামূলক প্রোগ্রাম বেড়েছে, আগের মানুষের আর এখনকার মানুষের মধ্যে অনেক পার্থক্য। আগে একটা নির্দিষ্ট বয়সের মধ্যে মেয়েদের বিয়ে হয়ে যেত, প্রেগন্যান্সি হতো, ন্যাচারালি প্রেগন্যান্সি হতো এবং সে প্রেগন্যান্সিটা ন্যাচারাল ওয়েতেই টার্মিনেট হতো। দেখা যেত একটা বাচ্চা হতে গিয়ে যদি কোনও কারণে বাচ্চাটা মরে যেত, ডেলিভারি হতে গিয়ে বাচ্চাটা মারা যেত, তাহলে কিন্তু এটাকে অনেকে স্বাভাবিকভাবেই নিয়ে নিত। বাচ্চা পাঁচটা হয়েছে, একটা মারা যেতেই পারে। এখন কি এটা সম্ভব?
নরমাল ডেলিভারি কী এবং এ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।