নরমাল ডেলিভারি বলতে কী বোঝায়
মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চান না, এমন নারী খুব কমই আছেন। কিন্তু প্রসব সংক্রান্ত বিষয়ে আমরা সাধারণত খুব কম জানি। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে নরমাল ডেলিভারি বিষয়ে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে নরমাল ডেলিভারি বিষয়ে বলেছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটালের গাইনি ও অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. বেনজীর হক পান্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
নরমাল ডেলিভারি—আমরা যদি প্রান্তিক পর্যায়ের মানুষের কথা বলি, যাঁরা আসলে একেবারে ডাক্তারের শরণাপন্ন হতে চান না, তাঁদের আসলে অনেক কিছু জানার দরকার রয়েছে। এই যে নরমাল ডেলিভারি টার্মটির সাথে আমরা পরিচিত, এটি বলতে কী বোঝায়। সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে ডা. বেনজীর হক পান্না বলেন, সব ডেলিভারি কিন্তু নরমাল ডেলিভারি না। যখন একটা ডেলিভারি, মানে যখন একটা বেবি জরায়ু থেকে বের হয়ে আসে, সেটা হতে পারে অনেক রক্তক্ষরণের মাধ্যমে, হয়েছে নরমাল কিন্তু রক্তক্ষরণের মাধ্যমে; কিংবা বাচ্চাটার পজিশন ঠিক ছিল না, আমি হয়তো অনেক লম্বা সময় নিয়ে ডেলিভারি করেছি; আমি হয়তো যতটুকু কাটা দরকার ছিল, তার চেয়ে বেশি কেটে, কিংবা আমি কেটেছি অল্প, অন্য দিক দিয়ে টিয়ার হয়েছে, তারপর ডেলিভারি হয়েছে। ওই ডেলিভারিকে আমরা নরমাল ডেলিভারি বলতে পারব না।
ডা. বেনজীর হক পান্না বলেন, নরমাল ডেলিভারি বলতে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। যেমন একটা নির্দিষ্ট টাইমের পর লেবারটা অনসেট হতে হবে, লেবার পেইনটা। ৩৫ সপ্তাহে একটি বাচ্চা হয়ে গেল, সে কিন্তু নরমাল ডেলিভারির মধ্যে পড়ে না। ৩৭ সপ্তাহ কমপ্লিট হতে হবে। তারপর একটা স্পনটেনিয়াস লেবার পেইন উঠতে হবে, আমি নিজে পেইন ইনডাকশন করলেও সেটা হবে না। স্পনটেনিয়াস একটা পেইন হতে হবে, অল্প কিছু কমপ্লিকেশন, যেটাকে নাই বললেই চলে; এপিসিওটমি ছোট করে দিলাম কিংবা দিলাম না। এবং কোনও প্রলঙ্গেশন হতে পারবে না এখানে। ভারটেক্স, মাথা ছাড়া অন্য কোনও প্রেজেন্টেশন থাকতে পারবে না। যেমন বাচ্চার হাত বের হয়ে গেছে, আমরা হয়তো একে টেনে বের করতে পারব, কিন্তু ওটা নরমাল ডেলিভারির পর্যায়ে পড়ছে না। তার মানে নরমাল ডেলিভারি বলতে হলেও আমাদের কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে।
স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।