নরমাল ডেলিভারি হতে বয়সসীমা আছে কি
মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চান না, এমন নারী খুব কমই আছেন। কিন্তু প্রসব সংক্রান্ত বিষয়ে আমরা সাধারণত খুব কম জানি। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে নরমাল ডেলিভারিসহ অন্যান্য বিষয়ে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে নরমাল ডেলিভারি বিষয়ে বলেছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটালের গাইনি ও অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. বেনজীর হক পান্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
নরমাল ডেলিভারির কোনও নির্দিষ্ট বয়সসীমা আছে কি না বা এই বয়সসীমায় নরমাল ডেলিভারি হতে পারে? সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে ডা. বেনজীর হক পান্না বলেন, নরমাল ডেলিভারি নির্ভর করবে বাচ্চার পজিশন, মায়ের একটা স্ট্রাকচার, মায়ের পেলভিসের কন্ডিশন, মায়ের কোনও মেডিকেল ডিজঅর্ডার আছে কি না এবং বাচ্চার কোনও কমপ্লিকেশন আছে কি না। এখানে বয়স কোনও ব্যাপার নয়। যদিও আমরা বলি, ৩৫ বছরের ওপর যখন কোনও প্রেগন্যান্সি যায়, তখন নরমাল ডেলিভারিটা একটু প্রলং হয়। ট্রাই করলেও প্রগ্রেস খুব ধীরে হয়। কারণ, আমাদের যে পেলভিক বোনটা, পেলভিসের যে বোনগুলো আছে, সেগুলো একটু হার্ড হয়ে যায়। সে ক্ষেত্রে ডেলিভারি হওয়ার সময় রিলাক্সের যে বিষয় আছে, সেটা অনেক সময় হয় না। সে ক্ষেত্রে নরমাল ডেলিভারি অনেক সময় আমরা করতে পারছি না। ট্রাই করি, কিন্তু হয় না বা নিজে থেকে পেইন ওঠে, প্রগ্রেস করে না।
ডা. বেনজীর হক পান্না বলেন, আরেকটা গ্রুপ আছে, যারা ১৮ বছরের নিচে। তাদের কী হয়, জেনেটাল অরগানগুলো ঠিকমতো ফরমেশনই হয় না। খুব র থাকে। ওই সময় দেখা যায় যে আমি যদি নরমাল ডেলিভারি অ্যালাউ করি, প্রলং হচ্ছে হোক, আমি একটু ডেলিভারি ট্রাই করি। দেখা যায় বেশ টিয়ার হচ্ছে, ইউটেরাসে ডিসেন্ট হয়ে যাচ্ছে। মা নিজেও ছোট, বাচ্চাটা ডেলিভারি করতে গিয়ে মায়ের ধৈর্য হচ্ছে না। সে খুব বেশি প্রেশার দিচ্ছে। এগুলো করতে গিয়ে দেখা যায় আউটকাম ভালো আসছে না। যারা বিশ-আঠারোর নিচে বা পঁয়ত্রিশের ওপর—এ গ্রুপটার জন্য নরমাল ডেলিভারি কমপ্লিকেটেড হয়ে যায়। কিন্তু মাঝখানের যে সময়টা, আমরা নরমাল ডেলিভারি ইজিলি অ্যালাউ করতে পারি।
নরমাল ডেলিভারি কী এবং এ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।