পায়ুপথে যেসব সমস্যায় বেশি ভোগেন নারীরা
অনেক নারীই পায়ুপথ বা মলাশয় বা মলদ্বারে বিভিন্ন সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে নারীর মলদ্বারে বিভিন্ন সমস্যা ও প্রতিকার সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে নারীর মলদ্বারে বিভিন্ন সমস্যা ও প্রতিকার সম্পর্কে বলেছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কোলোরেক্টাল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোছা. বিলকিস ফাতেমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
নারীর মলদ্বার বা পায়ুপথের সমস্যা, এটা নিয়ে কি খুব বেশি রোগী আপনাদের কাছে আসে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মোছা. বিলকিস ফাতেমা বলেন, আমার বেশির ভাগ রোগী মহিলা এবং তারা মহিলা ডাক্তার খুঁজে খুঁজে আমাদের কাছে আসে। বেশির ভাগ রোগী মলাশয় বা মলদ্বারের আশপাশের সমস্যা নিয়ে আসে। প্রথম দিকে হয়তো তারা ডাক্তারের কাছে যেতে পারে না। বেশির ভাগ ক্ষেত্রে অনেক অ্যাডভান্স স্টেজে আসে, দেরিতে আসে। মলদ্বারের সমস্যা বা মলদ্বারের মুখের সমস্যা আসলে পুরুষদের চাইতে মহিলাদের অনেকাংশে বেশি হয়। কারণ, জন্মগতভাবেই মহিলাদের কোষ্ঠকাঠিন্য বেশি হয় এবং প্রাইভেসির কারণে হোক বা অবহেলার কারণে হোক বা আর্থিক কারণে হোক, মহিলারা ডাক্তারের কাছে যেতেও অনেক বেশি বিলম্ব করে। সে কারণে উনাদের সমস্যাগুলো বেশি ডেভেলপ করে।
পায়ুপথের তো নানাবিধ সমস্যা আছে, সবচেয়ে কমন কী কী অসুবিধা দেখেছেন? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মোছা. বিলকিস ফাতেমা বলেন, মহিলাদের সবচেয়ে কমন সমস্যা যেটা, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। বেশির ভাগ মহিলাই জীবনে কোনও না কোনও সময়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগে, বিশেষ করে প্রেগন্যান্সি পিরিয়ডে। কনসিভ করার পরে প্রথম তিন মাস তো দেখা যাচ্ছে একটু বমি হয়, খেতে পারে না, তখন এক ধরনের কোষ্ঠকাঠিন্য। শেষের দিকে গিয়ে যখন পেট বড় হয়ে যায়, তখন আসলে কিছুটা পাইলসও ডেভেলপ করে যায়, যদিও এটা ফিজিওলজিক্যাল পাইলস, পরে বেশির ভাগ এমনিতেই ভালো হয়ে যায়। এবং ওই সময়টায় কোষ্ঠকাঠিন্যও বেড়ে যায় বেশির ভাগ মহিলাদেরই। বাচ্চা হওয়ার পরেও খাবারদাবারের অনেক রেস্ট্রিকশন থাকে, পানি কম খাওয়া, শাকসবজির অভাব, ড্রাই খাবার বেশি খাওয়া, বিভিন্ন কারণ মিলিয়েই আসলে মহিলাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা বেশি থাকে। প্রায় বাড়িতেই দেখবেন সবাইকে খাইয়ে যেটুকু অবশিষ্ট থাকে মহিলারা বেশির ভাগ সময় সেটুকুই খায়। পরবর্তী সময়ে আমাদের কাছে যেসব রোগী আসে, তা অ্যানাল ফিশার বা গেজ রোগ নিয়ে।
ডা. মোছা. বিলকিস ফাতেমা যুক্ত করেন, বেশির ভাগ ক্ষেত্রেই কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। আরও অনেক কারণের মধ্যে এটি অন্যতম। রোগীরা আসে, মলদ্বারে ব্যথা করে, জ্বালাপোড়া করে, পায়খানা ঠিকমতো হতে চায় না। কখনও কখনও রক্ত যায়। মলদ্বারের মুখের কাছের চামড়া ঝুলে যায়।
নারীর মলদ্বারে বিভিন্ন সমস্যা ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।