বন্ধ্যত্ব সমস্যায় ভোগা দম্পতিদের পরামর্শ
মাতৃত্ব বা পিতৃত্বের স্বাদ নিতে চান না, এমন মানুষ মেলা ভার। তবে অনেকে বন্ধ্যত্বের সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব বন্ধ্যত্ব সমস্যায় ভোগা দম্পতিদের কী পরামর্শ দেন তাঁরা।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে বন্ধ্যত্বসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটালের গাইনি ও অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. বেনজীর হক পান্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
বন্ধ্যত্ব ঘোচাবার জন্য অনেকে নানান রকম পদ্ধতি অবলম্বন করে থাকেন। এ সময় দম্পতিদের আপনারা কী ধরনের কাউন্সেলিং করেন বা পরবর্তী সময়ে তাঁরা কী ধরনের পদক্ষেপ নিতে পারেন। বন্ধ্যত্ব সমস্যায় ভোগা দম্পতি যখন আসে, তখন আপনারা তাঁদের কীভাবে বোঝান, সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে ডা. বেনজীর হক পান্না বলেন, বন্ধ্যত্বের যে ব্যাপারটা—একটা কাপলের দেখা গেল বিয়ে হয়েছে, বিয়ের পর হয়তো দুই মাস একসাথে ছিল, তারপর হাজব্যান্ড চলে গেল দেশের বাইরে। পাঁচ বছর পরে এলো। এসে বলল, আমার তো ছয় বছর বিয়ে হয়েছে। প্রেগন্যান্সি হচ্ছে না। এটা কি বন্ধ্যত্ব? না। তাই আমাদের আগে হিস্ট্রি নিতে হয়। আমরা কাপলকে বসাব আমাদের সামনে। ভালোভাবে হিস্ট্রি নিতে হবে।
ডা. বেনজীর হক পান্না বলেন, বন্ধ্যত্ব তখনই বলি—এখন কিন্তু সাব-ইনফার্টিলিটি বলে, ইনফার্টিলিটি না, সাব-ফার্টিলিটি বলে। কারণ কী, তাঁকে হয়তো ঠিকমতো কাউন্সেলিং করলে, তাঁকে ওয়ে বলে দিলে—কোন ওয়েতে প্রেগন্যান্সিটা হবে বা কোন কোন ফর্মুলা তাঁকে অ্যাপ্লাই করতে হবে। ওই বিষয়গুলো যদি সে কনসেনট্রেট করে, তাহলে কিন্তু ফিফটি পারসেন্টের এমনিতেই প্রেগন্যান্সি হয়ে যায়। আর বাকি যে ফিফটি পারসেন্ট থাকছে—তাঁদের কিছু কাজ কোনও ডিজিজ আছে কিনা, তাঁর পিরিয়ড রেগুলার কিনা, হাজব্যান্ডের সিমেন প্রোফাইল ঠিক আছে কিনা, ফ্যামিলিতে ইনফার্টিলিটি রান করছে কিনা; মেয়েটার যে ইনফার্টিলিটি, তার কারণটা কী। বিভিন্ন কারণ হতে পারে। অনেক সময় থাইরয়েড হরমোনের কমবেশির জন্য ইনফার্টিলিটি হয়ে যায়। তাঁর হরমোনাল সাইডটা, ইউটেরাসের গঠনগত সমস্যা আছে কিনা, তাঁর শরীর থেকে যে ডিম্বাণু তৈরি হয়, সেই ডিম্বাণু তৈরির প্রক্রিয়াটা ঠিক আছে কিনা—এগুলো নিয়ে আমরা কথাও বলি, ইনভেস্টিগেশন করি এবং জেনারেল ট্রিটমেন্ট প্রথমে করি।
ডা. বেনজীর হক পান্না যুক্ত করেন, জেনারেল ট্রিটমেন্টের মাধ্যমে ফিফটি টু সিক্সটি পারসেন্ট প্রেগন্যান্সি হয়ে যাচ্ছে। বাকিদের আমরা স্পেশালিস্ট হিসেবে অন্যভাবে হ্যান্ডেল করি। যাঁর যে কারণ, সে অনুযায়ী।
বন্ধ্যত্ব সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।