বাংলাদেশে স্তন ক্যানসারের হার কত, প্রতিরোধে করণীয়
সারা বিশ্বে স্তন ক্যানসারের হার বাড়ছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে স্তন ক্যানসার প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে স্তন ক্যানসার প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বলেছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যানসার বিভাগের অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
স্তন ক্যানসারের হার বাংলাদেশে কেমন এবং প্রতিরোধে কী করণীয়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, আন্তর্জাতিকভাবে যে সংস্থাগুলো বিভিন্নভাবে দায়িত্বপ্রাপ্ত, তারা পৃথিবীর বিভিন্ন দেশের ক্যানসার নিয়ে পরিসংখ্যান দেয়। তাদের হিসাবে বাংলাদেশে স্তন ক্যানসারে আক্রান্তের হার শতকরা ১৯ ভাগ এবং মারা যায় প্রায় ছয় থেকে সাত ভাগ। আমরা যে বিবেচনাই ধরি না কেন, এখন পর্যন্ত বাংলাদেশের নারীদের মধ্যে এক নম্বর ক্যানসার স্তন ক্যানসার। এ বিষয়ে কোনও সন্দেহ নেই।
অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, সবাই প্রতিরোধ বলতে যা বুঝি, যা করলে ক্যানসার হবে না, তা প্রতিরোধ। তবে তা প্রাথমিক প্রতিরোধ। অর্থাৎ ক্যানসার হওয়ার আগেই যে ব্যবস্থা নেব, এটা হলো প্রাথমিক প্রতিরোধ। কিন্তু আরও আছে। সেকেন্ডারি বা দ্বিতীয় পর্যায়ের প্রতিরোধ, তৃতীয় পর্যাযের প্রতিরোধ। ছোট করে বলি, দ্বিতীয় পর্যায়ের প্রতিরোধ হলো, ঠেকানো গেল না, কিন্তু তাড়াতাড়ি রোগটাকে নির্ণয় করা গেল এবং সঠিক চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা। এটা সেকেন্ডারি বা দ্বিতীয় পর্যায়ের প্রতিরোধ।
অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন যুক্ত করেন, যাদের সুস্থও করা সম্ভব নয়, এমন পর্যায়ে ধরা পড়েছে বা তার ক্যানসারের বৈশিষ্টটা এ রকম যে সুস্থ হওয়ার মতো নয়, তাদেরও অনেকে বলে দেয় যে চিকিৎসা করে কোনও লাভ হবে না। কিন্তু এটা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের কথা নয়। তাদের জন্যও এক ধরনের সেবা আছে, তার নাম প্রশমন সেবা। তাকে আমরা সুস্থ করতে পারব না, কিন্তু তার ক্যানসারের জন্য যে কষ্ট, তার যে জীবনযাপন কঠিন হয়ে যাচ্ছে, কোয়ালিটি অব লাইফ যাতে একটু ভালো রাখা যায়, সেটা হলো প্রশমন সেবা।
স্তন ক্যানসার প্রতিরোধ ও প্রতিকার এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।