মাসিক বন্ধ হওয়া বা মেনোপজের লক্ষণ
অনেক নারীই জরায়ুতে বিভিন্ন সমস্যায় ভুগছেন। এ সংক্রান্ত বিষয়ে আমরা সাধারণত খুব কম জানি। আবার অনেকে মাসিকের সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে মাসিক বন্ধ হওয়া বা মেনোপজের লক্ষণ সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে নরমাল ডেলিভারিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটালের গাইনি ও অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. বেনজীর হক পান্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
যাঁদের বয়স অনেকটাই বেশির দিকে, চল্লিশোর্ধ্ব কিংবা পঞ্চাশোর্ধ্ব; প্রি-মেনোপজাল কিছু সিনড্রোম, পোস্ট-মেনোপজাল কিছু সিনড্রোম কিংবা এই যে বয়সের একটা রেঞ্জ রয়েছে, এই সময়ে লক্ষণগুলো আসলে কী হয়ে থাকে। কারণ, তখন দেখা যায় বিভিন্ন রোগের কথা মাথায় চলেই আসে। হয়তো সেগুলো নয়, মেনোপজাল সিনড্রোম হচ্ছে। একেবারে শুরুর দিকে কীভাবে বুঝবেন লক্ষণগুলো কেমন হবে। সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে ডা. বেনজীর হক পান্না বলেন, মেনোপজাল বা প্রি-মেনোপজাল নারীদের নিউরো-এন্ডোক্রানোলজিক্যাল প্রবলেম হয়, তাঁদের হট ফ্ল্যাশ হবে। আমরা জানি, আমাদের শরীরে হাইপোথেলামাস পিটুইটারি এবং ওভারিয়ান এক্সেস আছে। এই এক্সেসটা পিউবার্টিতে শুরু হয়, মেনোপজ যখন শুরু হয় তখন ইন্যাকটিভ হয়ে যায়। মাঝের সময়ে অ্যাকটিভ থাকে। অ্যাকটিভ থাকার কারণে হাইপোথেলামাস থেকে কিছু হরমোন রিলিজ হয়। ওভারি থেকে কিছু হরমোন আসে, যেটা আমাদের শরীরটাকে মেইনটেইন করে। কিন্তু যখন মেনোপজ হয় কিংবা মেনোপজের কিছু আগে নিউরো-এন্ডোক্রাইন সিস্টেমটা মোটামুটি ইন্যাকটিভ হয়ে যায়। তখন কিছু কিছু প্রবলেম শুরু হয়।
ডা. বেনজীর হক পান্না বলেন, সেই সমস্যাগুলোর মধ্যে রয়েছে হট ফ্ল্যাশ, হুট করে খুব ঘাম হচ্ছে, ঠাণ্ডা লাগছে, বোন পেইন হচ্ছে, হাতে-পায়ে ব্যথা, ভুলে যায়, মেজাজ খিটখিটে হয়, রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, সবার সাথে রাগ করতে থাকে এ জাতীয় প্রবলেমগুলো এরাউন্ড মেনোপজ। আর যদি তাঁর জরায়ুর প্রবলেম থাকে, এ সময় মেলিগনেন্সির প্রবলেম থাকে। কেউ হয়তো বলবে, আমার পিরিয়ড দুবছর আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু ইদানীং আবার ব্লিডিং দেখতে পাচ্ছি। ব্লিডিং হচ্ছে, পাঁচ-ছয় দিন থেকে ভালো হয়ে যাচ্ছে, যেটাকে আমরা পোস্ট-মেনোপজাল ব্লিডিং বলি।
মাসিক বন্ধ হওয়া বা মেনোপজের লক্ষণ সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।