সিসটিক ফাইব্রোসিস কী ধরনের রোগ, কাদের হয়ে থাকে
অনেকে সিসটিক ফাইব্রোসিস রোগে আক্রান্ত। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে সিসটিক ফাইব্রোসিস সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে অ্যাজমা বা হাঁপানি বিষয়ে কথা বলেছেন জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহযোগী অধ্যাপক, শিশু অ্যাজমা ও অ্যালার্জি বিশেষজ্ঞ ডা. এম এস খালেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
সিসটিক ফাইব্রোসিস কী ধরনের রোগ, কাদের হয়ে থাকে; সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. এম এস খালেদ বলেন, সিসটিক ফাইব্রোসিস একটি জেনেটিক রোগ। একটা সময় ছিল, এই রোগটাকে বলা হতো সাদা চামড়ার রোগ। আমাদের দেশে হয় না। কিন্তু এখন এশিয়ান সাব-কন্টিনেন্টে বিভিন্ন স্টাডিতে দেখা যাচ্ছে, এমনকি আমাদের দেশে যখন এ নিয়ে কাজ করলাম, এটা আসলেই কোনও বিরল রোগ নয়। আমি যেটা বলব, আমাদের বিরল চিন্তাভাবনার আড়ালে চাপা পড়া খুবই সাধারণ একটা রোগ।
ডা. এম এস খালেদ বলেন, সিসটিক ফাইব্রোসিস সবচেয়ে বেশি ইফেক্ট ফেলে ফুসফুসে। তাহলে কী হয়? কাশি হয়, শ্বাসটান হয় এবং এই রোগীগুলো ডাক্তারের চেম্বারে... এক ডাক্তার থেকে অন্য ডাক্তারের চেম্বারে ঘোরে, তারা ট্রিটেড হয় অ্যাজমা হিসেবে, নিউমোনিয়া হিসেবে এবং সব রোগী টিবির ওষুধ পায়। কিন্তু আমরা কখনওই চিন্তা করি না এখানে সিসটিক ফাইব্রোসিস হতে পারে। সিসটিক ফাইব্রোসিস হতে হলে কয়েকটা ব্যাপার খেয়াল রাখতে হবে। যেহেতু এটি জেনেটিক ডিজিজ, মা-বাবার আত্মীয়তার মধ্যে বিয়ে হয়েছে কি না। দুই নম্বর হলো, কন্টিনিউয়াস একটা বাচ্চার কাশি হচ্ছে, কাশির সাথে কফ যাচ্ছে, আমি ট্রিটমেন্ট করছি, ভালো হচ্ছে না। আপনাকে মাথায় নিতে হবে এটি সিসটিক ফাইব্রোসিস হতে পারে।
ডা. এম এস খালেদ যুক্ত করেন, তিন নম্বর জিনিসটা হলো, বাচ্চার পায়খানার সমস্যা। তেল তেল পায়খানা করে, বিকার যায়, মায়েরা ডাক্তারকে বলে, আমার বাচ্চা তেল তেল পায়খানা করে, সাদা সাদা বিকার যায়, কিছু দিন ভালো থাকে, আবার এই সমস্যাটা হয়। এবং সে বিভিন্ন ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাকে নানান ওষুধ দেয়। কিছু দিন ভালো থাকে, আবার হয়। আমি বলব, প্লিজ একটু সিসটিক ফাইব্রোসিস মাথায় রাখবেন।
সিসটিক ফাইব্রোসিস সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।