হেয়ার ফিলার কেন করবেন
চুল পড়া সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। খাদ্যাভ্যাস, জীবন যাপন আর বায়ুদূষণের ফলেও চুল পড়ে। চুল পড়া নিয়ে অনেকে চিন্তিত। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে হেয়ার ফিলার সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ বিষয়ে কথা বলেছেন ল্যাব এইড হসপিটালের ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা. ইসরাত জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
হেয়ার ফিলার কেন করবেন, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. ইসরাত জাহান বলেন, হেয়ার ফিলার একটি নিউ ইনভেনশন বলা যায়। এটা খুব রিসেন্টলি শুরু হয়েছে। আমরা অনেক দিন ধরেই পিআরপি করছি। পিআরপির ক্ষেত্রে যেটা দেখা যায়, হেয়ার ফল প্রিভেন্ট খুবই কার্যকর ইফেক্ট দেয়। কিন্তু নিউ হেয়ার গ্রোথের ক্ষেত্রে পেশেন্টরা অনেক ক্ষেত্রে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পায় না। সে জন্য বিজ্ঞানীরা রিসার্চ করে বের করল হেয়ার ফিলার। হেয়ার ফিলার একটা হায়লুরনিক এসিডের উপাদান। এটা স্কাল্পের মধ্যে যেটা করে... হেয়ার ফলিকলগুলো যখন একেবারে স্লিপিং ফ্রিজে চলে যায়, রেস্টিং ফ্রিজে চলে যায়, গ্রোথ ফেসে আর থাকে না... এই হায়লুরনিক এসিডের কাজ হচ্ছে হেয়ার ফলিকলগুলোকে আবার গ্রোথ ফেসে ফেরত আনা।
ডা. ইসরাত জাহান বলেন, হেয়ার ফিলার হচ্ছে প্রত্যেকটা হেয়ার ফলিকলের মধ্যে ওই হায়লুরনিক এসিড আমরা ইনজেক্ট করে দিই। হেয়ার ফিলার প্রসিডিউর করতে মোটামুটি এক ঘণ্টা সময় লাগে এবং প্রত্যেকটা ফলিকল ধরে ধরে এই মেডিসিনটা দেওয়া হয়। হেয়ার ফিলারের জন্য দুইটা সেশন লাগে। এটা খুবই কস্টিং ট্রিটমেন্ট। এটা ডিপেন্ড করে কতটুকু এরিয়াতে সে হেয়ারটা চাচ্ছে।
হেয়ার ফিলারের খরচ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।