হার্ট অ্যাটাক হলে তাৎক্ষণিক কী হতে পারে?
হার্ট অ্যাটাক হলে তাৎক্ষণিক বিভিন্ন সমস্যা হতে পারে। তবে না ঘাবড়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৪৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. এম এ বাকী। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হার্ট অ্যাটাক হলে একজন মানুষের তাৎক্ষণিক কী সমস্যা হতে পারে?
উত্তর : কোনো অস্বাভাবিক লক্ষণ যদি প্রকাশ পায়, তাহলে একে অবজ্ঞা করা উচিত নয়। একটা শিশু যদি বলে আমার বুকে ব্যথা হচ্ছে, অনেক রোগী কিন্তু বলে আমরা বুক ব্যথা বা বুক ধড়ফড় করছে, মা যদি পর্যবেক্ষণ করে একটি শিশুর যেভাবে দুধ টেনে টেনে খাওয়ার কথা সে খাচ্ছে না; তার মনে হচ্ছে একটু শ্বাসকষ্ট হচ্ছে, একে পরীক্ষা করা উচিত। একটি তরুণ বা যুবক যদি বলে আমার বুক ধড়ফড় হয় বা বুক ব্যথা হয়, তাহলে গুরুত্বের সঙ্গে নিতে হবে। এগুলোকে আমরা একটু পর্যবেক্ষণ করলে ভালো হয়। অনেক কার্ডিওলজিস্ট আছে, এগুলো দেখানো উচিত। আমরা সবার সমস্যা পাব না। তবে যেটি পাব, সেটি আমাদের কাছে শতভাগ। আমরা যেন খুব দ্রুততম সময়ের মধ্যে ধরতে পারি এবং সেই অনুযায়ী চিকিৎসা ব্যবস্থায় চলে যেতে পারি।