কেন অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করা প্রয়োজন
বিভিন্ন অসুখে আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করি। তবে অনেককে দেখা যায় চিকিৎসকের পরামর্শ না নিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করেন। আবার অনেকে অ্যান্টিবায়োটিক শুরু করার পর কোর্স শেষ করেন না। এতে দেহের বিভিন্ন ধরনের ক্ষতি হয়। তাই কোর্স সম্পন্ন করা জরুরি। বোল্ডস্কাই জানিয়েছে কেন অ্যান্টিবায়োটিক কোর্স সম্পন্ন জরুরি এ বিষয়ে কিছু কথা।
ব্যাকটেরিয়া আবার বৃদ্ধি পেতে পারে
যদি অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন না করা হয় তবে পুনরায় ইনফেকশন তৈরি হতে পারে; যা শরীরের জন্য ক্ষতিকর।
রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়
ব্যাকটেরিয়াকে মেরে অ্যান্টিবায়োটিক রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। অ্যান্টিবায়োটিকের কোর্স পুরোপুরি শেষ না করা হলে রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়।
রোগ ফিরে আসে
অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ না করা হলে অসুখ পুনরায় হতে পারে। কিছুদিন বিরতি দিয়ে রোগটি আবার হওয়া শরীরের জন্য ভীষণ ক্ষতিকর।
কার্যক্ষমতা
রোগীরা একটু ঠান্ডা বা কাশি হলে না বুঝেই অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন। মাঝপথে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিলে এর ফলে অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়।
আরোগ্য ধীরে হয়
ওষুধ খাওয়ার মূল বিষয় হলো আরোগ্য লাভ করা। তবে অনেকে একটু ভালো হয়েছে দেখলে অ্যান্টিবায়োটিক সেবনের মাঝপথে বন্ধ করে দেয়। এর ফলে রোগ তো সারেই না বরং আবার ফিরে আসে এবং আরোগ্য লাভ ধীরগতির হয়ে পড়ে।
ওষুধের অপচয়
সাধারণত লোকেরা কোর্স সম্পন্ন করার জন্য কোর্স অনুযায়ী ওষুধ কেনেন। যদি কোর্স শেষ করা না হয় তাহলে এর অপচয় হয়। অ্যান্টিবায়োটিকের দাম বেশি তাই এতে টাকারও শ্রাদ্ধ হয়।