বিএফডিসের এজিএম অনুষ্ঠিত
দেশের অন্যতম সেরা ডেন্টাল সংগঠন বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সাইন্সের (বিএফডিএস) বাৎসরিক সাধারণ মিটিং (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সুন্দবনের একটি বিলাসবহুল শিপে তাদের এজিএম অনুষ্ঠিত হয়।
সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যের উপস্থিতিতে বিগত বছরের আয় ব্যয় ও নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সংগঠনের সভাপতি ডা. রকিবুল হোসেন রুমি বলেন, সকল সদস্যরা যেভাবে সক্রিয় তাতে গত ছয় বছরে সংগঠনটি নিজের অবস্থান শক্ত করেছে।
মহান সচিব ডা. মো. আসাফুজ্জোহা রাজ বলেন, আসন্ন ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে‘কে সামনে রেখে আমাদের সাধারণ জনগণকে মুখের স্বাস্থ্য রক্ষা কেন জরুরি তা বোঝানোর জন্য প্রচার মাধ্যমেকে কাজে লাগাতে হবে। সাংগঠনিক সম্পাদক ডা. সাজেদুল আসিফ সাধারণ জনগণের জন্য প্রকাশিত ‘নিরময়’ ২য় পর্ব প্রকাশের বিষয়ে নিশ্চিত করেন।
কোষাধ্যক্ষ ডা. সামস জামান ও শফিউর পরাগ, সফি, রিপন, মাসুম, মিলন, সাইফুল্লাহ সারওয়ার, রিমন, পরশ, প্রিয়, মামুন, দিবা, রুমকি ও সুজা উদ্দিন পরাগসহ আসন্ন মেগা সাইন্টিফিক আয়োজনের প্রস্তুটির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। দেশের অন্যতম সেরা ওরাল হাইজিন ব্র্যান্ড মেডিপ্লাস নানা আয়োজনের মাধ্যমে সময়কে আরও প্রাণবন্ত করে তোলে।