৫১০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘মেকানিক/ টেকনিশিয়ান, এসেম্বলার/ সহকারী এসেম্বলার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
মেকানিক/ টেকনিশিয়ান (ক. সেলোমেশিন মেকানিক খ. ইন্ডাস্ট্রিয়াল মেকানিক ), এসেম্বলার/ সহকারী এসেম্বলার।
পদসংখ্যা
মোট ৫১০ জন।
যোগ্যতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জেএসসি/ জেডিসি / এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মেকানিক/ টেকনিশিয়ান পদের জন্য প্রার্থীর পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা দুই কপি রঙিন ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, চেয়ারম্যান সনদ ও আপডেট সিভিসহ নিম্নোক্ত ঠিকানায় প্রতি রোববার থেকে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যেকোনো সময় সাক্ষাৎ করতে পারেন।
ঠিকানা : মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেড, ৩৩৭, নারায়ণপুর (সাইনবোর্ড), কাশীগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ।
সূত্র : ঢাকা পোস্ট